নাসিরের ৮০টা গার্লফ্রেন্ড নিয়ে এবার মুখ খুললেন স্ত্রী তামিমা

  বিশেষ প্রতিনিধি    02-05-2023    176
নাসিরের ৮০টা গার্লফ্রেন্ড নিয়ে এবার মুখ খুললেন স্ত্রী তামিমা

ক্রিকেটার নাসির হোসেন একটি আলোচিত নাম। একজন ক্রিকেটার হয়ে খেলার মাঠে যতটা আলোচনায় থাকেন, তার থেকে বেশি আলোচনা-সমালোচনায় থাকেন গার্লফ্রেন্ড ও বিয়ে ইস্যুতে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির আবারো আলোচনায় এসেছেন ৮০টা গার্লফ্রেন্ড ইস্যুতে। তবে এবার সে ইস্যুতে মুখ খুলেছেন স্ত্রী তামিমা। নাসিরের সামনেই গার্লফ্রেন্ড ইস্যুতে কথা বলেছেন তামিমা।

সম্প্রতি এক গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমা। সেখানে স্ত্রী তামিমার কাছে জানতে চাওয়া হয় নাসিরের ৮০টি গার্লফ্রেন্ডের বিষয়ে।

প্রশ্নোত্তরে তামিমা বলেন, যে কোনো পেশায় থেকে একজন স্ত্রী কিংবা গার্লফ্রেন্ড সামলানোই কঠিন, সেখানে কারো ৮০টা গার্লফ্রেন্ড থাকবে এটি পুরোই গুজব।

নাসিরের স্ত্রী বলেন, ‘সে তো একটা পেশায় আছে। যে কোনো পেশায় থেকে একটা স্ত্রী কিংবা গার্লফ্রেন্ড মেইনটেইন করাই তো কঠিন, সেখানে ৮০টা গার্লফ্রেন্ড থাকবে এটি পুরোই গুজব। যদি সংখ্যাটা ২-৪ জন হতো তাহলেও একটা কথা ছিল, কিন্তু এটা পুরোটাই গুজব।’

স্ত্রী তামিমা মনে করেন, বিয়ের পর অনেকখানিই বদলে গেছেন নাসির। তিনি বলেন,‘বিয়ের আগে নাসিরের জীবন অন্যরকম ছিল বিয়ের পর ওর জীবন পরিবারকেন্দ্রীক হয়ে গিয়েছে। অনেক পরিবর্তন এসেছে ওর মধ্যে।’

এর আগে নিজের এই ইস্যুতে নাসির বলেছিলেন ‘আমার দুইটা ফোন আর দুইটা সিম। ৮০টা গার্লফ্রেন্ড থাকবে, আমি কি রোবট নাকি? বিয়ের পর আমার মধ্যে কি পরিবর্তন এসেছে সেটা আমিও জানি না। হয়তো বা আমি একটু দায়িত্বশীল হয়েছি, যত্ন নিতে শিখেছি।’

খেলাধুলা-এর আরও খবর