ভারত সিরিজের প্রাথমিক দলে জায়গা হয়নি জাহানারা-রুমানার

  বিশেষ প্রতিনিধি    26-06-2023    107
ভারত সিরিজের প্রাথমিক দলে জায়গা হয়নি জাহানারা-রুমানার

সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় নারী দল। আগামী ৬ জুলাই ঢাকায় পা রাখবে হরমনপ্রীত কররা। বাংলাদেশের প্রস্তুতি শুরু হবে তার আগেই। ঈদের পর দিন ৩০ জুন পুরো দলকে মিরপুরে রিপোর্ট করতে হবে। অনুশীলন শুরু হবে ১ জুলাই।

এই উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। তাতে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদের। আরেক অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন অবশ্য দলে ফিরেছেন। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়েছিলেন তিনি। তবে শ্রীলঙ্কা সিরিজে উপেক্ষিত থাকা রুমানার ভাগ্য বদল হয়নি।

এই সিরিজ দিয়েই উইমেন্স চ্যাম্পিয়নশিপ শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। দুই দলের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। এমনিতে মিরপুরে পুরুষ জাতীয় দলের নিয়মিত খেলার পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলা, বিপিএলসহ ঘরোয়া নানা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। স্কুল ক্রিকেটের ফাইনালও অনুষ্ঠিত হয়েছে এই মাঠে। বিভিন্ন জাতীয় দিবসে থাকে প্রদর্শনী ক্রিকেটও।

বিস্ময়কর হলেও সত্যি মেয়েদের খেলা এখানে রাখাই হয় না। অবশেষে ভারতের মেয়েদের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে মিরপুরে প্রায় ১১ বছর পর খেলতে নামছে বাংলাদেশ। মেয়েরা সবশেষ ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে সিরিজ খেলেছিল।

আসন্ন সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। আগামী ৯ জুলাই সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। পরের দুটি টি-টোয়েন্টি ১১ ও ১৩ জুলাই। ওয়ানডে শুরু হবে ১৬ জুলাই। বাকি দুটি ম্যাচ ১৯ ও ২২ জুলাই।

প্রাথমিক স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি, সোবাহনা মোস্তারী, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন।

খেলাধুলা-এর আরও খবর