ইমরান খানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে আইএসআই

  বিশেষ প্রতিনিধি    28-10-2022    183
ইমরান খানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে আইএসআই

পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সেনাবাহিনীর কাছ থেকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ সহযোগিতা চাওয়ার অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার বিরল এক সংবাদ সম্মেলনে আইএসআই প্রধান লে. জেনারেল নাদিম আনজুম এই অভিযোগ আনেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনীর সমালোচনায় সরব হয়েছেন ইমরান খান। তিনি অভিযোগ করেছেন, এপ্রিলে তাকে উৎখাতের জন্য ষড়যন্ত্র করেছিল সেনাবাহিনী এবং তার বিরোধীদের তারা সমর্থন দিয়েছে।

আইএসআই প্রধান বলেন, ইমরান খান সমালোচনা করছেন। কারণ, সেনাবাহিনী ও সেনাপ্রধান অবৈধ বা অসাংবিধানিক কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

তিনি বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ না নীতি মেনে চলছে এবং এই কারণে ইমরানের খানের অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছে।

আইএসআই প্রধান গোপনীয়তা রক্ষা করে কাজ করেন। খুব কম সময় প্রকাশ্যে হাজির হন। অভিযোগ তুললেও ইমরান খানের অনুরোধ কী ছিল তা বলেননি এই গোয়েন্দা প্রধান।

পরে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের নেতা আসাদ উমর সেনাবাহিনীর প্রতি এমন কোনও অনুরোধ করার কথা অস্বীকার করেছেন।

পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান দেশটির সেনাবাহিনী। স্বাধীনতার পর সাড়ে সাত দশকের মধ্যে তিন দশকের বেশি সময় দেশটি ছিল সামরিক শাসনের অধীনে। বেসামরিক শাসনামলেও বাহিনীটি প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ২০১৮ সালে ইমরান খান যখন ক্ষমতায় আসেন তখন এর নেপথ্যে ভূমিকা ছিল পাকিস্তানের সেনাবাহিনীর। অবশ্য এমন অভিযোগ উভয় পক্ষই অস্বীকার করে আসছে।

আইএসআই প্রধান স্বীকার করেছেন, অতীতে পাকিস্তানের সেনাবাহিনী ভুল করেছে। কিন্তু সম্প্রতি রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত প্রাতিষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে।

এপ্রিলে বিরোধীদের একটি জোট পার্লামেন্টে ভোটের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে উৎখাত করে। এরপর থেকে তিনি আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদে বিক্ষোভ মিছিল করছে তার দল।

সরকার বলছে, আগামী বছর অক্টোবরে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইএসআই-এর সংবাদ সম্মেলনে সামরিক মুখপাত্র লে. জেনারেল বাবর ইফতিখার বলেছেন, সামরিক বাহিনীর বিরুদ্ধে ক্ষতিকর প্রচারণার কারণে গোয়েন্দা প্রধানকে অস্বাভাবিক পদক্ষেপ হিসেবে প্রকাশ্যে এসে কথা বলতে হয়েছে।

আনজুম বলেছেন, উত্তেজনা নিরসনে সম্প্রতি ইমরান খান ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বৈঠকে মিলিত হয়েছিলেন। ইমরান খান রাতের আঁধারে সেনাবাহিনীর নেতাদের সঙ্গে বৈঠক করে সহযোগিতা কামনা করেন এবং পরদিন তাদের আক্রমণ করে সমালোচনা করেন।

তিনি আরও বলেছেন, মার্চ মাসে বিরোধীরা যখন সরকারের ওপর চাপ বাড়িয়ে দেয় তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান সেনাপ্রধান হিসেবে ‘আজীবন’ দায়িত্বে থাকার প্রস্তাব বাজওয়াকে দিয়েছিলেন, যা প্রত্যাখ্যান করা হয়েছিল।

আন্তর্জাতিক-এর আরও খবর