পারমাণবিক যুদ্ধের মুখে কোরীয় উপত্যকা

  বিশেষ প্রতিনিধি    07-04-2023    107
পারমাণবিক যুদ্ধের মুখে কোরীয় উপত্যকা

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ফের একহাত নিলো উত্তর কোরিয়া। দেশ দুইটির যৌথ মহড়ার কড়া সমালোচনা করেছে পিয়ংইয়ং। এমন কর্মকাণ্ড কোরীয় উপত্যকাকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বলে সতর্ক করে কিম জং উনের দেশ। উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনএতে এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে উত্তর কোরিয়া হুমকি দিয়েছে, এর জবাব আক্রমণের মাধ্যমে দেওয়া হবে। চলতি বছরের শুরু থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেই যাচ্ছে উত্তর কোরিয়া। এরপর দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র মিলে মহড়া শুরু করলে এর পরিণতি ভয়াবহ হবে বলে জানায় উত্তর কোরিয়া।

আজ বৃহস্পতিবার কেসিএনের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের যৌথ মহড়ার কারণে কোরীয় উপত্যকাকে বারুদের একটি বিশাল গুদামে পরিণত করা হয়েছে। এটি যেকোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে।

আন্তর্জাতিক-এর আরও খবর