সৌদি আরবে মাদকের বড় চালান জব্দ, আটক দুই পাকিস্তানি

  বিশেষ প্রতিনিধি    04-09-2022    174
সৌদি আরবে মাদকের বড় চালান জব্দ, আটক দুই পাকিস্তানি

সৌদি আরবে এ যাবৎকালের ‌‘সবচেয়ে বড় মাদকের চালান’ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় দুই পাকিস্তানিসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ একটি গুদামে অভিযান চালিয়ে ৪ কোটি ৬৯ লাখ ১৬ হাজার ৪৮০টি অ্যামফিটামিন ট্যাবলেট (এক ধরনের মাদক) জব্দ করা হয়েছে। এজেন্সির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, রিয়াদের বন্দরে পৌঁছানোর পর চালানটিকে শনাক্ত করে নিরাপত্তাবাহিনী। বন্দর থেকে মাদকগুলো একটি গুদামে স্থানান্তরিত করা হয়েছিল। কর্তৃপক্ষ পরে ওই গুদামে অভিযান চালিয়ে দুই পাকিস্তানি নাগরিক ও ছয় সিরীয় নাগরিককে আটক করে। বিবিসি নিউজকে জেনারেল ডিরেক্টরেট অফ নারকোটিক্স কন্ট্রোল (জিডিএনসি) -এর একজন মুখপাত্র অ্যামফিটামিন ট্যাবলেটের চালানটি জব্দ করাকে একটি বড় অভিযান হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি আরও জানান, নিরাপত্তা কর্মীরা দেশ এবং এর নাগরিকদের লক্ষ্য করে অপরাধমূলক নেটওয়ার্কগুলির কার্যক্রম প্রতিহত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

আন্তর্জাতিক-এর আরও খবর