গাজায় ইসরাইলের নিষিদ্ধ ফসফরাস ব্যবহারের প্রমাণ মিলেছে

  বিশেষ প্রতিনিধি    15-10-2023    44
গাজায় ইসরাইলের নিষিদ্ধ ফসফরাস ব্যবহারের প্রমাণ মিলেছে

অনলাইন ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ঘনবসতিপূর্ণ অঞ্চলে ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহারের প্রমাণ পেয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শনিবার ক্রাইসিস এভিডেন্স ল্যাবরেটরিতে ছবি ও ভিডিও পরীক্ষার পর সংগঠনটি এ দাবি করেছে। ক্রাইসিস এভিডেন্স ল্যাবরেটরি গাজা বন্দরে হামলার একাধিক দিক থেকে তোলা ছবি পরীক্ষা করেছে। একই সঙ্গে তারা স্যাটেলাইট ছবিও পর্যালোচনা করেছে। সংগঠনটি বলেছে, হামলার একটি ভিডিও ফুটেজে নিষিদ্ধ ফসফরাস ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। যা কামানের গোলায় বিস্ফোরকের সঙ্গে ব্যবহার করা হয়েছে। গোলাটি বিস্ফোরণের সময় সাদা ধোঁয়া উড়েছে। যা গোলায় এম৮২৫ ও এম৮২৫এ১ ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ১৯৮০ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধক্ষেত্রে সাদা ফসফরাস বোমা ঘনবসতি স্থানে ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। কারণ এতে সৃষ্ট ধোঁয়া নিশ্বাসে গ্রহণের ফলে ফুসফুসে ক্ষত ও শ্বাসরোধের ঘটনা ঘটতে পারে। বোমায় ব্যবহৃত সাদা ফসফরাস বিস্তৃত এলাকাজুড়ে ছড়িয়ে পড়তে পারে এবং ফসফরাস নিঃশেষ না হওয়া পর্যন্ত জ্বলতে থাকবে। সাদা ফসফরাসে দগ্ধদের চিকিৎসা করা খুব কঠিন। এর আগে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজা উপত্যাকার কারামা এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর সাদা ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ তুলেছিল ফিলিস্তিন কর্তৃপক্ষ। ইউরোপিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা রামি আবদোও অভিযোগ করেছিলেন, ইসরাইলি সামরিক বাহিনী গাজার জনবহুল এলাকায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বিষাক্ত ফসফরাস ব্যবহার করছে।

আন্তর্জাতিক-এর আরও খবর