মিয়ানমারে বিদ্রোহীদের গুলিতে জান্তা সরকারের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

  বিশেষ প্রতিনিধি    30-01-2024    39
মিয়ানমারে বিদ্রোহীদের গুলিতে জান্তা সরকারের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

মিয়ানমারে বিদ্রোহীদের গুলিতে বিধ্বস্ত হয়েছে জান্তা সরকারের একটি সামরিক হেলিকপ্টার। এতে প্রাণ হারিয়েছেন এক শীর্ষ সেনা কর্মকর্তাসহ চার জন। সোমবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। নিহতদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল ও বাকিরা নিরাপত্তা বাহিনীর সদস্য।

থাইল্যান্ড সীমান্তবর্তী মিয়াওদ্দি এলাকায় হয় এ ঘটনা। থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে এক মাসে জান্তার তিনটি হেলিকপ্টার বিধ্বস্ত করেছে বিদ্রোহী গোষ্ঠীরা। প্রতিবেদনে আরও বলা হয়, জান্তার হেলিকপ্টারটি বিকালে থিনগান নাইনাং শহরে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) ও তাদের সহযোগী পিপলস ডিফেন্স ফোর্সের যোদ্ধাদের হামলার মুখে পড়ে। থিনগানি-নাউং শহরে অবতরণের সময় হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালায় স্নাইপাররা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্রিগেডিয়ার জেনারেলের। নিহত বাকিদের মধ্যে একজন সেনা কর্মকর্তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও দু’জন পাইলট। আরও তিনজন গুরুতর আহত হয়েছে। তবে আহত কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

গেলো কয়েক মাস ধরেই জান্তা বাহিনীর সাথে নিয়মিত সংঘাত চলছে সশস্ত্র গোষ্ঠীগুলোর। বিদ্রোহীদের দমনে ব্যাপক অভিযান চালিয়েও সুবিধা করতে পারছে না সেনারা। সশস্ত্র গোষ্ঠীগুলোর একজোট হয়ে চালানো হামলায় একের পর এক শহরের নিয়ন্ত্রণও হারাচ্ছে তারা। আরও উল্লেখ করা প্রয়োজন যে, সামরিক বাহিনী জাতিগত এই বিদ্রোহীদের সামনে দাঁড়াতে পারছে না। এর প্রেক্ষিতে সামরিক জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট শয়ে সম্প্রতি বলেছেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে মিয়ানমার ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে।

এছাড়া গত ৪ জানুয়ারি কাচিন লিবারেশন আর্মির হামলায় জান্তার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছে। নিহতরা সবাই দেশটির সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিত কর্মকর্তা ছিলেন।

এদিকে বাংলাদেশ সীমান্তের কাছে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে বলে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হচ্ছে। সোমবারও সীমান্তের ওপারে ভারি গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে। ফলে সীমান্ত এলাকায় কমপক্ষে ৬টি মাদ্রাসা ও স্কুল বন্ধ করে দেয় বাংলাদেশ।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান ঘটানোর মাধ্যমে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করেন সামরিক জান্তা অং মিন হ্লাইং। তারপর থেকেই এসব বিদ্রোহীর বিরুদ্ধে থেমে থেমে লড়াই চলছিল। কিন্তু সম্প্রতি তা ভয়াবহ আকার ধারণ করেছে।

আন্তর্জাতিক-এর আরও খবর