মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে চিকিৎসাসেবা দিচ্ছে না দেশটির জান্তা সরকার। ফলে সু চির জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে দাবি করেছে তার দল।
বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় চিকিৎসাবঞ্চিত করার পাশাপাশি সু চির খাবারেও অবহেলা করা হচ্ছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতা ফের দখল করে সেনাবাহিনী। তার পর থেকে আটক অবস্থায় আছেন সু চি।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কারাবন্দি ৭৮ বছর বয়সি সু চি মাথাঘোরা, বমি ও দাঁতের সংক্রমণের মতো অসুস্থতায় ভুগছেন।
সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি জানিয়েছে, ‘আমরা খুবই উদ্বিগ্ন, তিনি কোনো চিকিৎসাসেবা পাচ্ছেন না। এমনকি তাকে স্বাস্থ্যকর খাবারও সরবরাহ করা হচ্ছে না। তার আবাসন ব্যবস্থাও সুবিধাজনক নয়। ইচ্ছে করেই তাকে জীবনের ঝুঁকিতে ফেলা হচ্ছে।’
দলটির সু চির কিছু হলে তার জন্য জান্তা সরকার দায়ী থাকবে বলেও জানিয়েছে তাদের বিবৃতিতে। এএফপি।
সু চিকে চিকিৎসাসেবা দিচ্ছে না জান্তা সরকার
মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে চিকিৎসাসেবা দিচ্ছে না দেশটির জান্তা সরকার। ফলে সু চির জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে দাবি করেছে তার দল।
বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় চিকিৎসাবঞ্চিত করার পাশাপাশি সু চির খাবারেও অবহেলা করা হচ্ছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতা ফের দখল করে সেনাবাহিনী। তার পর থেকে আটক অবস্থায় আছেন সু চি।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কারাবন্দি ৭৮ বছর বয়সি সু চি মাথাঘোরা, বমি ও দাঁতের সংক্রমণের মতো অসুস্থতায় ভুগছেন।
সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি জানিয়েছে, ‘আমরা খুবই উদ্বিগ্ন, তিনি কোনো চিকিৎসাসেবা পাচ্ছেন না। এমনকি তাকে স্বাস্থ্যকর খাবারও সরবরাহ করা হচ্ছে না। তার আবাসন ব্যবস্থাও সুবিধাজনক নয়। ইচ্ছে করেই তাকে জীবনের ঝুঁকিতে ফেলা হচ্ছে।’
দলটির সু চির কিছু হলে তার জন্য জান্তা সরকার দায়ী থাকবে বলেও জানিয়েছে তাদের বিবৃতিতে। এএফপি।
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
প্রধান কার্যালয়
৯, আদাবর, ঢাকা-১২০৭
মোবাইল
০১৭১১-২৪৯৭৭০, ০১৯৫৬-৪৪৬৫২৫
ই-মেইল
deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 3, 2023, 4:15 pm