লেবানন উপকূলে দুই শতাধিক শরণার্থী নিয়ে নৌকাডুবি

  বিশেষ প্রতিনিধি    01-01-2023    177
লেবানন উপকূলে দুই শতাধিক শরণার্থী নিয়ে নৌকাডুবি

ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধার কার্যক্রম। ফাইল ছবি: রয়টার্স

লেবানন উপকূলে নৌকাডুবিতে দুইজন অভিবাসী মারা গেছেন। এ ঘটনায় ২৩২ জনকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের সেনাবাহিনী। শনিবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নৌকাটিতে করে অবৈধভাবে আঞ্চলিক জলসীমা অতিক্রম করার চেষ্টা করেছিলেন শরণার্থীরা। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর তিনটি জাহাজের সাহায্যে সেলাতা উপকূলে ডুবে যাওয়ার স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে প্রায় দুই জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

তারা কোনও দেশের নাগরিক তা নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত ২১ শে সেপ্টেম্বর লেবানন ছাড়ার মাত্র এক দিন পরে সিরিয়ার টার্টাস উপকূলে একটি নৌকা ডুবে যায়। এতে অন্তত শিশুসহ ৯৪ জন মারা যান।

আন্তর্জাতিক-এর আরও খবর