চাল-ডালসহ ৯ পণ্যের দাম ঠিক করে দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

  বিশেষ প্রতিনিধি    30-08-2022    144
চাল-ডালসহ ৯ পণ্যের দাম ঠিক করে দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভোজ্য তেলের মতো সরকার চাল-ডালসহ ৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার। ট্যারিফ কমিশন ১৫ দিনের মধ্যে এসব পণ্যের যৌক্তিক মূল্য বের করবে। দাম নির্ধারণ করা পণ্যের মধ্যে থাকবে- চাল, আটা, ময়দা, চিনি, মসুর ডাল, পেঁয়াজ, রড এবং সিমেন্ট। মঙ্গলবার নিত্যপণ্যের মূল্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, এখন থেকে কারসাজি করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে আর কোনো জরিমানা করা হবে না, সরাসরি তাদের বিরুদ্ধে মামলা করা হবে। সেই মামলায় সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ডলারের দাম কমলে আবারও সমন্বয় করা হবে। সরকার অভ্যন্তরীণ বাজারে ডলারের মূল্য নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা সম্ভব হলে আবারো দ্রব্যমূল্যের সমন্বয় করা হবে। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ডলারের কারসাজির জন্য যে ৬টি ব্যাংককে দোষারোপ করা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জাতীয়-এর আরও খবর