গাজীপুর-৪ আসনে বিপুল ভোটে জয়ী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি

  বিশেষ প্রতিনিধি    08-01-2024    37
গাজীপুর-৪ আসনে বিপুল ভোটে জয়ী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি

গাজীপুর -৪ কাপাসিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র ঈগল প্রতীকের আলম আহমেদ।

আজ রোববার রাতে বেসরকারিভারে স্থানীয়ভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি মোট ভোট পেয়েছেন (৮৯,৭২৯)টি। আর তার নিকটতম প্রতিদ্বিন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ পেয়েছেন (ঈগল) প্রতীক নিয়ে (৪৪,০৪৫) ভোট।

এর মধ্যে বৈধ ভোট (১৩৫২৬২) বাতিল ভোট (১৩৭২) প্রদত্ত ভোটের সংখ্যা (১৩৬৬৩৪)।

সিমিন হোসেন রিমি এমপি ২০১১ সালে এ আসন থেকে টানা ৩ বার সংসদ সদস্য হিসেবে জয় লাভ করেন।

উপজেলার ১২২টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন সম্পন্ন হয়। এ-দিকে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রগুলো ঘুরে মহিলা ভোটারের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুবকর মিয়া জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচনটি সম্পন্ন করেন। ভোটারাও স্বতঃস্ফূর্তভাবে উৎসব মধুর পরিবেশে ভোট প্রয়োগ করেন। এসময় নির্বাচনী ভোটকেন্দ্রে গুলোতে কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কাপাসিয়া উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০হাজার ৭৪৭জন। এখানে পুরুষ ভোটার হলো ১লাখ ৫৪ হাজার ৮৭১টি এবং মহিলা ভোটার ১লাখ ৫৫ হাজার ৮৭৬টি। এখানে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১২২টি, বুথ সংখ্যা হলো ৬০৪টি।

জাতীয়-এর আরও খবর