রোববার সন্ধ্যায় ঢাকা আসছেন ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ

  বিশেষ প্রতিনিধি    10-09-2023    47
রোববার সন্ধ্যায় ঢাকা আসছেন ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ

জি-২০ সম্মেলন শেষ করে নয়া দিল্লি থেকে রোববার সন্ধ্যায় ঢাকা আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ৩৩ বছর পর ফ্রান্সের কোনও প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করতে যাচ্ছেন। এর আগে এসেছিলেন ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ফরাসি প্রেসিডেন্ট বাংলাদেশে ১৯ ঘণ্টা অবস্থান করবেন।

জানা গেছে, রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন ফরাসি প্রেসিডেন্ট। তার আগে নয়া দিল্লি থেকে জি-২০ সম্মেলন শেষ করে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে মাক্রোঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী। এসময় মাক্রোঁকে অভ্যর্থনা জানাবেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

এর আগে, ২০২১ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে ইমানুয়েল মাক্রোঁ ঢাকা সফরে আসছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ হাসিনার সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের ভোজসভায় যোগ দেবেন মাক্রোঁ। এরপরই রাত ১০টার দিকে তিনি ধানমন্ডি লেক ও ব্রিজ ঘুরে দেখবেন। এরপর তিনি যাবেন বাংলাদেশের লোকজ সংস্কৃতির ধারক জলের গান ব্যান্ডের লিড ভোকালিস্ট রাহুল আনন্দের ওয়ার্কশপে। সেখানে শুনবেন রাহুল আনন্দের গান। পরে তিনি হোটেলে ফিরে যাবেন।

পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন ফরাসি প্রেসিডেন্ট। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দর্শনার্থী বইয়ে তিনি স্বাক্ষর করবেন।

পরে সকাল সোয়া ১০টার দিকে যাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এসময় কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর হবে। সবশেষে দুদেশের একটি যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হতে পারে। এরপর আধাঘণ্টা একান্তে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরাসি প্রেসিডেন্ট। এ ছাড়া, দুপুর ১২টার দিকে ঢাকায় ফ্রান্স দূতাবাসে একটি অনুষ্ঠানে যোগ দেবেন ইমানুয়েল মাক্রোঁ। সেখান মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

সফর শেষে দুপুর ২টা ৩০মিনিটে ঢাকা ছাড়বেন ফরাসি প্রেসিডেন্ট।

বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এসময় ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনাও উপস্থিত থাকবেন।

জাতীয়-এর আরও খবর