পদক্ষেপ এর বিজনেস প্ল্যান ও জাতীয় কর্মশালা

  বিশেষ প্রতিনিধি    09-02-2023    260
পদক্ষেপ এর বিজনেস প্ল্যান ও জাতীয় কর্মশালা

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উল্লেখযোগ্য উন্নয়নমূলক কার্যক্রমগুলোকে গতিশীল করার লক্ষ্যে “বিজনেস প্ল্যান ২০২২-২০২৩ পর্যালোচনা, অগ্রগতি ও পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক জাতীয় কর্মশালা” অনুষ্ঠিত হয়। ঢাকার মোহাম্মদপুর রিং রোডস্থ টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে দুইদিন ব্যাপী কর্মশালাটি ৮ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়।

বাংলাদেশের অন্যতম শীর্ষ জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমগ্র দেশব্যপী সম্ভাবনার ক্ষমতায়নে সাম্যে গড়া টেকসই ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে ১৯৮৬ সাল থেকে কাজ করে আসছে। সমন্বিত উন্নয়ন কৌশল (সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ ও অর্থায়ন সহযোগিতা) এর আলোকে দারিদ্র বিমোচনে সামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন অভিযোজন, স্বাস্থ্য, পুষ্টি ও স্যানিটেশন, ক্ষুদ্র অর্থায়ন ও সঞ্চয়, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে অভিষ্ট জনগোষ্ঠির মধ্যে সেবা প্রদান করে আসছে।

অনুষ্ঠানের সভাপতি ও সংস্থার নিবার্হী পরিচালক মো: সালেহ্ বিন সামস এর সূচনা বক্তব্য শেষে পদক্ষেপ এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.বি.এম সিদ্দীক প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন করেন। নিবার্হী পরিচালক মো: সালেহ্ বিন সামস এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন পরিচালক মুহম্মদ রিসালাত সিদ্দীক, যুগ্ম পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, বিভাগীয় প্রধান এবং জোনাল, প্রজেক্ট ম্যানেজার, এরিয়া ও ব্রাঞ্চ ম্যানেজারগণ।

কর্মশালার ওয়ার্কিং সেশনে পদক্ষেপ এর ভিশন, মিশন, ট্যাগলাইন, মূল্যবোধ, রি-ব্র্যান্ডিং কার্যক্রম ও প্রোগ্রাম, প্রকল্প, কর্মসূচি পরিচিতি এবং বিজনেস প্ল্যান ২০২২-২০২৩ এর অগ্রগতি অবস্থা পর্যালোচনা ও পরিকল্পনা উপস্থাপনা করেন সংস্থার পরিচালক মুহম্মদ রিসালাত সিদ্দীক।

প্রথম দিনের ওয়ার্কিং সেশনের অন্যান্য পর্বে ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির সদস্য সংগ্রহ প্রক্রিয়া, সঞ্চয়, মনিটরিং ও সুপারভিশন, বকেয়া আদায় সংক্রান্ত কৌশল নির্ধারণ বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন সংশ্লিষ্ট মডারেটরগণ। সমন্বিত উন্নয়ন কৌশল (সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ ও অর্থায়ন সহযোগিতা) এর প্রয়োজনীয়তা, সমস্যা ও সমস্যা উত্তোরন, স্টক ব্যবস্থাপনা এবং কর্মসূচি সম্প্রসারণে করণীয় বিষয়ে আলোচনা করেন যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম। প্রোগ্রাম ও এন্টারপ্রাইজ উইং বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব ফান্ডিং ট্রেন্ড, বাজার ব্যবস্থাপনা, মার্কেট লিংকেজ এবং প্রকল্পের বেস্ট প্র্যাকটিস সমূহ এর উপর আলোচনা করেন যুগ্ম পরিচালক মো: মনিরুজ্জামান সিদ্দীক। অটোমেশন ও প্রযুক্তি ব্যবহারের সুবিধা, সমস্যা ও সাইবার সিকিউরিটি নিশ্চতকরণের উপর আলোচনা করেন সংশ্লিষ্ট মডারেটর। এছাড়াও সংস্থাকে ডিজিটালাইজড করার জন্য আরও কি কি প্রযুক্তি সংযোজন করা যায় এ বিষয়ে বক্তব্য প্রদান করেন পরিচালক মুহম্মদ রিসালাত সিদ্দীক।

কর্মশালার পর্যালোচনা, অগ্রগতি ও পরিকল্পনা শেষে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয়-এর আরও খবর