বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা

  বিশেষ প্রতিনিধি    30-03-2023    154
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা

ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী। গতকাল বুধবার এ পদে মনোনয়নের শেষ সময় ছিল। কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসেবে অন্য কারো আর নাম না আসায় অজয় বাঙ্গাই যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন তা প্রায় নিশ্চিত বলে প্রতিবেদনে বলা হয়েছে। খবর এনডিটিভি ও রয়টার্সের।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, অজয় বাঙ্গার নিয়োগের বিষয়ে আজ বৃহস্পতিবার বিশ্বব্যাংক নতুন ঘোষণা করবে। তবে আগামী মে মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করবে বিশ্বব্যাংক।

গত ফেব্রুয়ারিতে বাইডেন বিশ্বব্যাংকের নেতৃত্ব দেওয়ার জন্য অজয় বাঙ্গাকে মনোনীত করার ঘোষণা দেন। তিনি সেই সময় বলেছিলেন, ইতিহাসের এই সংকটময় মুহূর্তে বৈশ্বিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার জন্য অজয় সুসজ্জিত।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন কংগ্রেস সদস্যদের উদ্দেশে বুধবার বলেন, আগামী কয়েক মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন বিশ্বব্যাংক একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আশা করছি, বাইডেনের মনোনীত অজয় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন।

তিনি এসময় আরও বলেছেন, অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবিলা করবেন।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৬৩ বছর বয়সী অজয় বাঙ্গা ইতিমধ্যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট সমর্থন পেয়েছেন। তিনি যেসব দেশের সমর্থন পেয়েছেন সেগুলো হচ্ছে বাংলাদেশ, ব্রিটেন, কলম্বিয়া, মিসর, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, আইভরি কোস্ট, জাপান, কেনিয়া, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া।

অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আগামী জুনে পদত্যাগ করবেন যদিও প্রায় এক বছরের আগেই তার মেয়াদ শেষ হয়েছে। ম্যালপাস সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০১৯ সালে মনোনীত প্রার্থী ছিলেন।

আন্তর্জাতিক-এর আরও খবর