৫০ বছর পর চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে রাশিয়া

  বিশেষ প্রতিনিধি    11-08-2023    192
৫০ বছর পর চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে রাশিয়া

প্রায় ৫০ বছর পর চাঁদে মহাকাশযান পাঠাতে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার সকালে লুনা-২৫ নামের মহাকাশযানটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে।

লুনা-২৫ চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে। এটি ওই এলাকা থেকে ভূতাত্ত্বিক নমুনা সংগ্রহ করবে এবং পানির চিহ্ন অনুসন্ধান করবে।

সাহারা মরুভূমির চেয়ে ১০০ গুণ বেশি শুষ্ক হচ্ছে চাঁদের ভূমি। ২০১৮ সালে মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, চাঁদের ছায়াযুক্ত অংশে বরফ থাকতে পারে। ২০২০ সালে নাসা নিশ্চিত করে যে, চাঁদের সূর্যালোক এলাকায় পানি রয়েছে।

লুনা-২৫ ক্র্যাফট বহনকারী একটি সয়ুজ ২ দশমিক ১ ভি রকেট মস্কোর তিন হাজার ৪৫০ মাইল পূর্বে ভোস্টোচনি কসমোড্রোম থেকে উৎক্ষিপ্ত হবে। এটি ২৩ আগস্ট চাঁদে নামবে।

রাশিয়া সর্বশেষ ১৯৭৬ সালে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল। গত মাসে ভারত চন্দ্রযান-৩ নামে একটি মহাকাশযান চাঁদে পাঠিয়েছে। এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক-এর আরও খবর