দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহার করবে ভারত ও আমিরাত

  বিশেষ প্রতিনিধি    17-07-2023    83
দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহার করবে ভারত ও আমিরাত

দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহারের ব্যাপারে সম্মত হয়েছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। গতকাল রোববার এই সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমিরাত সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দুই দেশের মধ্যে দ্রুত বিনিময়ের জন্য ভারতের ইউনাইফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) ও সংযুক্ত আরব আমিরাতের ইনস্ট্যান্ট পেমেন্ট প্ল্যাটফর্ম (আইপিপি) একসঙ্গে কাজ করবে।

সম্প্রতি প্যারিস সফর শেষ করে ফেরার সময় আমিরাতে যান নরেন্দ্র মোদি। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

গতকাল রোববার এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক দ্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানায়, `ভারত ও আমিরাতের মধ্যে নিজস্ব মুদ্রায় বাণিজ্য স্থাপনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মূল লক্ষ্যই হলো ভারতীয় রুপি ও আমিরাতি দিরহাম বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সংহত করা।

ভারত সরকারের সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত তেল আমদানির ক্ষেত্রে আমিরাতকে রুপি দেবে। চলতি বছর বিশ্বে চতুর্থ সর্বোাচ্চ তেল রফতানিকারক দেশ সংযুক্ত আরব আমিরাত। ২০২২ সালের এপ্রিল থেকে চলতি বছর মার্চ পর্যন্ত দুই দেশের মধে ৮৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে।

বিশ্বে তৃতীয় বৃহত্তম ক্রুড তেল ব্যবহারকারী দেশ ভারত। এখন পর্যন্ত তারা ডলারের মাধ্যমে এই তেল আমদানি করতো। নিজস্ব মুদ্রায় দ্বিপক্ষীয় বাণিজ্যের সমঝোতা স্মারক এবাই প্রথম। আন্তর্জাতিক বাজারে ডলারের প্রভাব কমানোর ক্ষেত্রেও এটি বড় এক পদক্ষেপ। এর আগে চলতি বছর মে মাসে দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহার করার ঘোষণা দিয়েছিল ইরান ও ইন্দোনেশিয়া।

আন্তর্জাতিক-এর আরও খবর