মহেশখালীর আদিনাথ মন্দিরে শিব চতুর্দশী মেলা শুরু ১৮ ফেব্রুয়ারি : তিথি,পুজার শুভ সময় ও আচার একনজরে

  বিশেষ প্রতিনিধি    18-02-2023    214
মহেশখালীর আদিনাথ মন্দিরে শিব চতুর্দশী মেলা শুরু ১৮ ফেব্রুয়ারি : তিথি,পুজার শুভ সময় ও আচার একনজরে

সরওয়ার কামাল,মহেশখালী/কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলার সাগর বেষ্টিত দ্বীপ উপজেলা মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনাথ মন্দির ঘিরে পুণ্যার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে শিব চতুর্দশী মেলা প্রাঙ্গণ।

১৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরে শ্রী শ্রী শিব চতুর্দশী পুজা ও আদিনাথ মেলা।

পূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় ৫ ফাল্গুন থেকে চতুর্দশী পুজা ও আদিনাথ পাহাড়ের পাদদেশে ১০ দিন ব্যাপী মেলা চলবে ৷

প্রতি বছর ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদি দেব শিবের আর্শীবাদ লাভের আশায় হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন পূজা করে থাকে।

এ বছর শিব চতুর্দশী পূজার মূল দর্শনের লগ্ন শনিবার রাত ২ টা থেকে লগ্ন শুরু হবে। এ মেলা আদিনাথ মেলা নামে পরিচিতি লাভ করে।

শিবরাত্রি আজ, সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা শুরু

হিন্দুশাস্ত্র মতে, প্রতিমাসেই শিবরাত্রির বিশেষ তিথি থাকে। এরই মধ্যে ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে থাকা শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। বলা হয়, এই বিশেষ তিথিতে দুঃখ, কষ্ট, সংকট দূর হয়।

শিবরাত্রির বিশেষ তিথিতে দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেবের বিয়ে সম্পন্ন হয়েছে বলে কথিত রয়েছে শাস্ত্রে। সেই উপলক্ষ্যকে সামনে রেখেই পালিত হয় মহা শিবরাত্রি। ১৮ ফেব্রুয়ারি ২০২৩ এ রয়েছে শিবরাত্রির বিশেষ তিথি। এই তিথি চলাকালীন চারপ্রহরের বিশেষ পুজো সম্পন্ন হয়। দেখে নেওয়া যাক, শিবরাত্রির বিশেষ সেই তিথি কখন থেকে কখন থাকছে।

হিন্দুশাস্ত্র মতে, প্রতিমাসেই শিবরাত্রির বিশেষ তিথি থাকে।এরই মধ্যে ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে থাকা শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। বলা হয়, এই বিশেষ তিথিতে দুঃখ, কষ্ট, সংকট দূর হয়। মনের ইচ্ছা এই সময়ের পুজোয় পূরণ হয় বলেও কথিত রয়েছে।

শিবরাত্রির তিথি: ১৮ ফেব্রুয়ারি চতুর্দশী তিথি শুরু হচ্ছে। সেই দিন সন্ধ্যে ৮ টা ২ মিনিট থেকে তিথি শুরু হবে। এরপর ১৯ ফেব্রুয়ারি ৪ টে ১৮ মিনিট পর্যন্ত থাকবে তিথি। এই তিথির মধ্যে রয়েছে শিবের পুজোর চার প্রহরের সময়কাল। দেখে নেওয়া যাক সেই পুজোর পদ্ধতি ও সময়কাল।

চার প্রহরের পুজোর সময়কাল- ১৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যে ৬ টা ২১ মিনিট থেকে রাত ৯ টা ৩১ মিনিট পর্যন্ত রয়েছে শিবরাত্রির প্রথম প্রহরের পুজো। এরপর দ্বিতীয় প্রহরের পুজো ৯ টা ৩১ মিনিট থেকে ১২ টা ৪১ মিনিটের মধ্যে চলবে। তৃতীয় প্রহরের পুজো রাত ১২ টা ৪২ মিনিট থেকে ভোররাত ৩টে ৫১ মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহরের পুজো ভোররাত ৩ টে ৫২ মিনিট থেকে সকাল ৭ টা ১ মিনিট পর্যন্ত হবে।

পুজো পদ্ধতি- বলা হয়, প্রথম প্রহরের পুজোয় দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরের পুজোয় দই দিয়ে শিবের অভিষেক করার নিয়ম। তৃতীয় প্রহরের পুজোয় ঘি দিয়ে হয় অভিষেক। চতুর্থ প্রহরের পুজোয় মধু দিয়ে হয় অভিষেক। এছাড়াও পুজোয় লাগে বেলপাতা, বেল, ধূপ, ধুনো সমেত বিভিন্ন সামগ্রী।

মহেশখালী উপজেলা আদিনাথ মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ১০ দিনব‍্যাপী পূজার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অনেক তীর্থযাত্রী মন্দিরে অবস্থান করছেন। মন্দিরে আসা তীর্থযাত্রী, পূজারী, ভক্তবৃন্দ ও পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, আনসার মোতায়ন করা হয়েছে। এ ছাড়াও পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষনিক টহলে থাকবে। তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে নৌ-যান ও সড়ক পথে যানবাহন ভাড়া নির্ধারণ সহ তীর্থ যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা যায়।

প্রতি বছর শিব চতুর্দর্শী পূজা ও মেলা উপলক্ষে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটানসহ কয়েকটি দেশের হাজার হাজার পূজারী ও পাশাপাশি মেলা উপলক্ষে নানান প্রান্তের পর্যটকরাও এসে জমায়েত হয়।

জানা যায়, ১৮ ফেব্রুয়ারি উপজেলা আদিনাথ মন্দিরের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে ১০ দিনের পূজার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অনেক তীর্থযাত্রী মন্দিরে অবস্থান করছেন । মন্দিরে আসা তীর্থযাত্রী, পূজারী, ভক্তবৃন্দ ও পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, আনসার মোতায়ন করা হয়েছে।

এছাড়াও পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষনিক টহলে থাকছে বলে জানিয়েছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ । তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে নৌ-যান ও সড়ক পথে যানবাহন ভাড়া নির্ধারণ সহ তীর্থ যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে ৷

শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন কান্তি দে বলেন, মেলার প্রথম তিন দিন চলবে আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূর্জা। পূজার পরও ১০ দিন চলবে মেলা। প্রতি বছরের ন্যায় এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারী ও ভক্তবৃন্দদের জন্য থাকার সু-ব্যবস্থা থাকবে। পূজায় অনৈতিক কর্মকাণ্ড, যাত্রা, সার্কাস, হাউজী, যে কোন ধরনের জুয়া ও বিনোদন মূলক ব্যবস্থা সম্পূর্ণ নিষিদ্ধ। সে সঙ্গে গ্যাস বেলুন বিকিকিনি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে ৷

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, প্রতিবারের মতো এবারও মেলাকে ঘিরে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। এবার অন্য ওষুধের পাশাপাশি মেলায় আগত তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

মহেশখালী থানা অফিসার ইনর্চাজ (ওসি) প্রনব চৌধুরী বলেন, আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ ও মহেশখালী থানা পুলিশের বিশেষ একটি টিম সর্বাক্ষণিক টহলে থাকবে।

সারাদেশ-এর আরও খবর