কক্সবাজারে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলনে প্রশ্ন : নরুল আবছার কোথায় যুদ্ধ ও ট্রেনিং করেছেন?

  বিশেষ প্রতিনিধি    31-03-2023    201
কক্সবাজারে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলনে প্রশ্ন : নরুল আবছার কোথায় যুদ্ধ ও ট্রেনিং করেছেন?

আগামি ২০ মে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কক্সবাজার জেলা কমান্ডের নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দি প্রার্থী মুক্তিযোদ্ধা নরুল আবছারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোরালো প্রতিবাদ জানিয়েছেন জেলা কমান্ডার পদপ্রার্থী ও চকরিয়া উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম সহ জেলার বীর মুক্তিযোদ্ধাগন।

৩০ মার্চ বৃহস্পতিবার বিকালে কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ ও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম বলেন,আগামি ২০ মে কক্সবাজার জেলা কমান্ডের নির্বাচনে মুক্তিযোদ্ধাদের আগ্রহে আমি জেলা কমান্ডার পদে প্রার্থী হয়েছি। ইতিমধ্যে নির্বাচনী কর্মকান্ডও শুরু হয়েছে। প্রার্থী হওয়ায় আমাদেরই একজন মুক্তিযোদ্ধা আমার পরিবারের সদস্যদের কুরুচিপূর্ণ বক্তব্য নিয়ে নেমেছেন। আমি আপনাদের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ও কক্সবাজার জেলাবাসীকে জানানোর প্রয়োজনবোধ করছি।

তিনি বলেন,গত ২৮ মার্চ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নরুল আবছারের নেতৃত্বে একটি সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে বিষোদগার বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয়েছে। যা শুনে আমি ও আমরা খুবই মর্মাহত। মূলত আবছার আমাদের নেতা। তিনি যেভাবে আমাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করে দিয়েছেন-তা প্রত্যাশিত নয়। অথচ নুরুল আবছার মুক্তিযোদ্ধা কিনা তা নিয়ে অনেকের কাছেই সন্দেহ রয়েছে। আসলে তিনি কোথায় যুদ্ধ করেছেন, কোথায় ট্রেনিং করেছেন তা প্রশ্ন থেকে যায়।

আপনাদের জানা থাকা দরকার ১৯৭১ সালের জুলাই মাসে যুদ্ধকালীন এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষা হয়েছিল। আমরা সবাই মুক্তিযুদ্ধে অংশ গ্রহনে নেমে পড়লেও তিনি এইচ.এস.সি পরীক্ষায় বসতে ব্যস্ত ছিলেন। আবছার সাহেব আমাকে অসৎ, বিষধর সাপসহ বিভিন্ন অসম্মান জনক কথা বলেছেন। কক্সবাজারবাসী আমাকেও চিনেন, আবছার ছিনেন। আমি আজীবন সততা ও নিষ্ঠতার সঙ্গে রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে জড়িত। অথচ তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত এবং একজন দলছুট ব্যক্তি।

তিনি অভিযোগ করে আরও বলেন, নুরুল আবছার পরিবারের সদস্যদের নিয়ে যেসব আপত্তিকর ও মিথ্যা তথ্য দিয়ে সম্মেলন করেছেন ব্যাখ্যা দিতে চাই। তিনি আমার স্ত্রী শাহেনা বেগম, বড় জাফর আলম শ্বশুর আবদুল গণি সাহেবকে মুক্তিযোদ্ধা কিনা প্রশ্ন তুলেছেন। আমার শাহেনা যুদ্ধকালীন সময়ে ডা. উপেন্দ্র লাল সুশীলের নেতৃত্বে গঠিত মেডিকেল টিমের সদস্য বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। জাফর আলমকে আমার ছোট ভাই বলা হয়েছে। অথচ জাফর আলম আমার ১৫ বছরের বড়।

তাঁর বয়স এখন ৮৭ বছর। আমার শ্যালক আবদুল কাইয়ুম মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করেননি। তিনি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবদুল গণি সাহেবের ছেলে হিসেবে পিতার পক্ষে আবেদন করেছে। মাষ্টার আবদুল গণি, জাফর আলম ও শাহেনা বেগম তিন জনই ১৯৭১ সালে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে গঠিত জাতীয় মুক্তিযুদ্ধ/সংগ্রাম সমন্বয়ে কমিটির সদস্য হিসেবে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছে।

আমি সহ চকরিয়া উপজেলায় আরও অনেকেই নায়েক বদিউল আলমের নেতৃত্বে জাতীয় মুক্তিযুদ্ধ সমন্বয় কমিটির সদস্য হিসেবে মহান মুক্তিযুদ্ধে অংশ নিই। ১৯৭১ সালের ৭ মা বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়ে চকরিয়া সংগ্রাম পরিষদের সিদ্ধান্তক্রমে ১১ মার্চ থেকে আমর চকরিয়া হাই স্কুলের মাঠে সমস্ত ট্রেনিংয়ে অংশ গ্রহণ করি।

কমান্ডার নায়েক বদিউল আলমের নেতৃত্বে বিভিন্ন অপারেশনে আমরা অংশ গ্রহণ করি যুদ্ধের একটা পর্যায়ে ২ ডিসেম্বর জাতীয় মুক্তিযুদ্ধ সমন্বয় কমিটির সিদ্ধান্তে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন ও উন্নয়নের জন্য পবিত্র হজব্রত পালনের সুযোগে আমি মক্কা গমন করি বিভিন্ন দেশের সাথে বাংলাদেশর মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষে উদ্ধুদ্ধকরণে তৎপরতা চালাই ১৯৭২ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হজ্বে অংশ গ্রহণ করি। কিন্তু যখন আমি এপ্রিল মাে কালুরঘাট যুদ্ধসহ বিভিন্ন অপারেশনেরত ছিলাম।

তখন আবছার ভাই উদ্দেশে প্রণোদিতভাবে আমাকে হজ্বে গমন করেছি বলে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তির অপচেষ্ট চালাচ্ছেন।তাই এ ব্যাপারে দেশবাসী ও বীর মুক্তিযোদ্ধাদের এসব অপপ্রচার বিভ্রান্ত না হওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। সবার সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাদের মধ্যে মুহাম্মদ মাসুদ কুতুবী, জাফর আলম চৌধুরী, আবদুল মান্নান, আলতাফ হোসেন,অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মো. ছলিম উল্লাহ,মুহাম্মদ আক্তার নেওয়াজ, ছাবের আহমদ, কে. এম. ছালাউদ্দিন, আহমদ কবির, আবুল কাসেম, কবির আহমদ, এ. কে, এম মঞ্জুরুউল হক, ছালেহ আহমদ সামাদ, আমজাদ হোসেন, সুনিল বড়ুয়া, আনোয়ার, মোহাম্মদ বাবুল, অনিল চন্দ্র নাথ প্রমুখ ।

সারাদেশ-এর আরও খবর