কে হচ্ছে পৌর পিতা ?

কক্সবাজার পৌরসভায় নিরাপত্তা বলয়ে ভোটযুদ্ধ

  বিশেষ প্রতিনিধি    12-06-2023    85
কে হচ্ছে পৌর পিতা ?

# ২০ কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ # প্রতি বুথে সিসিটিভি # প্রস্তুত ১৫ ম্যাজিস্ট্রেট # ৭ প্লাটুন বিজিবি # ৭৯০ জন পুলিশ # ১২টি র্যা বের টিম

ইতোপূর্বে এমন প্রতিযোগিতা অবলোকন করেনি কক্সবাজার পৌরবাসি। মেয়র নির্বাচন নিয়ে তপশিল ঘোষণার পর থেকে এমন উত্তপ্ত সময় পার করেনি ভোটার এবং প্রার্থীরা। আজ ১২ জুন সন্ধ্যা পর্যন্ত লাগতে পারে কক্সবাজার পৌরসভার অভিভাবক পেতে। উৎসব যেন যুদ্ধে অবতীর্ণ না হয় সেদিকে কঠোর নজরদারি নিয়ে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কাগজে কলমে ৫ জন মেয়র প্রার্থী মাঠে থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ২ প্রার্থীর মধ্যে যা সকলে অবগত। আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী বনাম স্বতন্ত্র প্রার্থী মাশেদুল হক রাশেদের মধ্যে যে তীব্র লড়াইয়ে আভাস তা পূর্ব থেকে অনুমেয়। জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদাৎ হোসেনের মতে – ভোট হবে উৎসব, সকল সমালোচনার বাইরে। স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশীশক্তির কবলমুক্ত। প্রশাসন সব ধরনের নিরাপত্তায় একটি সুন্দর ভোট উপহার দিতে বদ্ধ পরিকর।

জেলা নির্বাচন কর্মকর্তা ও কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে আজ মাঠে শক্ত অবস্থানে থাকবে আইনশৃংখলা বাহিনী। এরমধ্যে ১২ টি ওয়ার্ডে ৭৮৯ জন পুলিশ, ৯৬ জন র্যা ব, ৭ প্লাটুনে ১৪০ জন বিজিবিসহ ১১০০ জন আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও প্রতি ওয়ার্ডের জন্য ১ জন করে এবং অতিরিক্ত ৩ জনসহ ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ১৪ সদস্যের পুলিশ ও আনসারের টিম অবস্থান করবে। একই সঙ্গে পুলিশের টহল দলসহ ভোটগ্রহণে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুসারে, পৌরসভার ১২টি ওয়ার্ডের ৯৫ হাজার ৮১১ জন ভোটার রয়েছে। যেখানে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৮৫ জন এবং নারী ভোটার ৪৪ হাজার ৯২৬ জন। ৪৫টি কেন্দ্রের ২৪৫ টি বুথে ইভিএম পদ্ধতিতে চলবে এই ভোটগ্রহণ। প্রতিটি কেন্দ্র এবং বুথ সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, পৌরসভার সবক’টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় রাখা হয়েছে। তবে ২০ টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই কেন্দ্রগুলোর বিষয়ে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে কমিশন।

আজকে ভোটযুদ্ধে থাকা ৫ মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মাহবুবুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মাশেদুল হক রাশেদ (নারকেল গাছ) জোসনা হক (মোবাইল ফোন), জগদীশ বড়ুয়া (হেলমেট), ইসলামি আন্দোলন বাংলাদেশের জাহেদুর রহমান (হাত-পাখা)।

এছাড়া কাউন্সিলর পদে মাঠে থাকা প্রার্থীরা হলেন সংরক্ষিত আসন-১ (১,২,৩) থেকে শাহেনা আকতার ( আনারস) ও ফাতেমা বেগম (জবা ফুল)।

সংরক্ষিত আসন-২ (৪,৫,৬) ইয়াসমিন আকতার ( চশমা), রোকেয়া আকতার কেয়া,( আনারস) জেসমিন আকতার (টেলিফোন) হেলেনাজ তাহেরা (বলপেন), সাবেকুন্নাহার,( অটোরিকশা) চম্পা উদ্দিন (জবাফুল)।

সংরক্ষিত আসন-৩ (৭,৮,৯) মমতাজ বেগম (টেলিফোন), সুমা দাশ (আনারস), রোমেনা আফাজ (বলপেন), জাহেদা আকতার (চশমা), ছালেহা আকতার (জবাফুল), শাহিনা আকতার শাহিন (অটোরিকশা) ।

সংরক্ষিত আসন-৪ (১০,১১,১২) কোহিনুর ইসলাম (আনারস), নাছিমা আকতার (টেলিফোন)।

সাধারণ সদস্য তথা কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে জাহিদুল ইসলাম (ডালিম), মোঃ রিয়াজ উদ্দিন (উটপাখি), এসআইএম আকতার কামাল আজাদ (পান্জাবী), মোঃ আতিক উল্লাহ (ব্লাক বোর্ড), রাহমাত উল্লাহ (গাজর), আব্দুল মান্নান (টেবিল ল্যাম্প)।

২ নং ওয়ার্ডে এম. জাফর আলম হেলালি (ব্লাক বোর্ড), মোঃ সাহাব উদ্দীন( উটপাখি) শাহেদুল আলম (পান্জাবী), ফাতেমা শারমিন (টেবিল ল্যাম্প), মিজানুর রহমান (পানির বোতল)। ৩ নং ওয়ার্ডে করিম উল্লাহ (ডালিম), মিঠুন কান্তি দাশ( ব্লাক বোর্ড, আমিনুল ইসলাম মুকুল (উটপাখি), আবু আদনান সাউদ (পান্জাবী), মোহাম্মদ আমিনুল ইসলাম হাসান (টেবিল ল্যাম্প)।

৪ নং ওয়ার্ডে আবদুল গাফফার (গাজর), মোঃ আবদুল মাজেদ (উটপাখি), এহেছান উল্লাহ(ব্লাক বোর্ড) মিজানুল করিম (টেবিল ল্যাম্প), মোঃ দিদারুল ইসলাম (ব্রীজ), আব্দুল্লাহ আল মামুন রিয়াদ (পান্জাবী), শামসুল আলম (ফাইল কেবিনেট), ওমর ফারুক (ডালিম), সিরাজুল হক (পানির বোতল)।

৫ নং ওয়ার্ডে সাহাব উদ্দিন সিকদার (টেবিল ল্যাম্প), মামুনুর রশিদ (ব্রীজ), মো: তাহের আলম (ব্লাক বোর্ড), গোলাম আরিফ লিটন (উটপাখি), মোহাম্মদ জীবন (পান্জাবী)। ৬ নং ওয়ার্ডে ওমর সিদ্দিক (ডালিম), ফজল করিম (পান্জাবী), মো: জাবেদ মোস্তফা (উটপাখি), মো: জসিম উদ্দিন (টেবিল ল্যাম্প)।

৭ নং ওয়ার্ডে আশরাফুল হুদা ছিদ্দিকি জামশেদ(টেবিল ল্যাম্প), ওসমান সরওয়ার টিপু (ব্রীজ), জাফর আলম (পান্জাবী), সাফায়াত কামাল (সৌরভ) (উটপাখি) , শামশুল আলম (ডালিম), মো: জাহেদুল হক(ব্লাক বোর্ড)।

৮ নং ওয়ার্ডে রাজ বিহারী দাশ( উটপাখি), বেলাল হোসেন (পান্জাবী), উজ্জল কর( টেবিল ল্যাম্প)।

৯ নং ওয়ার্ডে জাহেদুল ইসলাম জাহেদ (টেবিল ল্যাম্প),

আবু ওবায়েদ্দীন নাছের (ডালিম), হেলাল উদ্দীন (উটপাখি)।

১০ নং ওয়ার্ডে সালাহ উদ্দিন সেতু (উটপাখি), আবছার কামাল (টেবিল ল্যাম্প)।

১১ নং ওয়ার্ডে নুর মোহাম্মদ (ডালিম), মো: সেলিম রেজা (ব্লাক বোর্ড), নজরুল ইসলাম (উটপাখি), মো: মহিন উদ্দীন (পান্জাবী)।

১২ নং ওয়ার্ডে এম এ মনজুর (উটপাখি), মো: শহিদুল ইসলাম শহিদ (পান্জাবী), দিদারুল করিম (ডালিম), এনামুল কবির (টেবিল ল্যাম্প)।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন নির্বাচন উপহার দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাৎ হোসেন।

সারাদেশ-এর আরও খবর