সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণ বিষয়ক কর্মশালা

  বিশেষ প্রতিনিধি    05-03-2023    190
সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণ বিষয়ক কর্মশালা

সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের (স্টেকহোল্ডার) অংশগ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ মার্চ) কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কনফারেন্স হলে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)।

কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন ব্যানবেইসের মহাপরিচালক মো. মুহিবুর রহমান।

তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা, চতুর্থ শিল্পবিপ্লব সমন্বিত শিক্ষা তথ্য ব্যবস্থাপনা গুরুত্ব ও চ্যালেঞ্জ মোকাবেলায় সুবিধাভোগীগণের অন্তর্ভুক্তিই ব্যানবেইসের উদ্দেশ্য। শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থেই আমরা কাজ করি। তবে, সেবা গ্রহণের জন্য সঠিক সময়ে সঠিক তথ্য দিতে হবে।

লোভের ঊর্ধ্বে উঠতে পারলে প্রত্যেক স্তরে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।

চতুর্থ শিল্পবিপ্লব ও সমন্বিত শিক্ষাতথ্যের ধারণা উপস্থাপন করেন মহাপরিচালক মো. মুহিবুর রহমান।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তিগত অগ্রগতির এমন একটি পর্যায় যা আমাদের জীবন, কাজ এবং যোগাযোগের পদ্ধতিতে পরিবর্তন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টার্নেট অফ থিংস, বিগ ডেটা এবং ব্লকচেইনের মতো উন্নত প্রযুক্তির ব্যবহার, যা কাজের গতি-প্রকৃতি পরিবর্তন এবং নতুন উদ্ভাবনের সুযোগ তৈরি করে।

সমন্বিত শিক্ষা তথ্য হলো কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং সুশাসন প্রতিষ্ঠায় বিস্তৃত নির্ভুল ডেটা এবং তথ্য সিস্টেম ব্যবহার, যেখানে শিক্ষার্থী তালিকাভুক্তি, উপস্থিতি, শেখার ফলাফল, শিক্ষকের যোগ্যতা এবং শিক্ষায় অর্থায়নসহ শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রচার অন্তর্ভুক্ত থাকে।

মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করেন ব্যানবেইস মহাপরিচালক মো. মুহিবুর রহমান।

কর্মশালায় আলোচনা করেন, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা মোর্শেদা।

এছাড়া ব্যানবেইস সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এতে জেলার প্রায় অর্ধশত স্কুল প্রধান ও আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক অংশগ্রহণ করেন।

সারাদেশ-এর আরও খবর