নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা পরিষদ গঠিত

  বিশেষ প্রতিনিধি    15-10-2022    171
নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা পরিষদ গঠিত

উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ মনীষীদের হাতে গড়া প্রাচীনতম ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা পরিষদ গঠন চুড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলার বিশিষ্ট ওলামায়েকেরামের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত পার্টির জেলা কাউন্সিল অধিবেশনের সিদ্ধান্তক্রমে এ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলার সদ্য সাবেক আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহকে প্রধান উপদেষ্টা করে জেলার বরেণ্য, প্রবীণ ও বিশিষ্ট ওলামায়েকেরামের সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদে রয়েছেন, মাওলানা আবু বকর ছিদ্দিক (রামু,জোয়ারিয়ানালা), মাওলানা হাফেজ আব্দুল হক (রামু), মাওলানা আফসার উদ্দিন চৌধুরী (হ্নীলা, টেকনাফ), মাওলানা মুফতি মোশতাক আহমদ (মহেশখালী), মাওলানা আব্দুল মান্নান (চকরিয়া), মাওলানা মুহাম্মদ ইদ্রিস (ইনানী, উখিয়া), মাওলানা কাজী জাফর আলম সিকদার (কক্সবাজার সদর), মাওলানা নুর মুহাম্মদ (কক্সবাজার শহর)। নবনির্বাচিত জেলা আমীর মাওলানা আবদুল খালেক নিজামী ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহমান জিহাদী স্বাক্ষরিত সম্মতিপত্রে স্বাক্ষর করে সম্মানিত উপদেষ্টামণ্ডলী স্ব স্ব সম্মতি প্রদান করেন। সেই সাথে নবনির্বাচিত উপদেষ্টাগণ আকাবিরে দেওবন্দের প্রকৃত উত্তরসূরি হিসেবে ঐতিহ্যবাহী নেজামে ইসলাম পার্টির অভিযাত্রায় সার্বিকভাবে বুদ্ধি, পরামর্শ প্রদান ও আন্তরিক সহযোগিতা করে যাবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, নবভী আদর্শের আলোকে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে এ সংগঠনের গৌরবময় অবদানের ধারাকে আরও বেগবান করার লক্ষ্যে গত ২৫ আগষ্ট অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন, পার্টির যুগ্ম—মহাসচিব মাওলানা ইলিয়াছ খান, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, চট্রগ্রাম বিভাগীয় সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী, প্রশিক্ষণ সচিব ও ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক মুফতি শরীফুর রহমান। জেলা নেজামে ইসলাম পার্টির প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর কর্তৃক সংবাদমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সারাদেশ-এর আরও খবর