কক্সবাজার উপকূল থেকে সাগর পাড়ি দিয়ে ৬৯ রোহিঙ্গা ইন্দোনেশিয়ার আচেহতে

  বিশেষ প্রতিনিধি    17-02-2023    184
কক্সবাজার উপকূল থেকে সাগর পাড়ি দিয়ে ৬৯ রোহিঙ্গা ইন্দোনেশিয়ার আচেহতে

কক্সবাজার উপকূল থেকে নৌকায় করে সাগর পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ার উপকূলে গেছেন ৬৯ রোহিঙ্গা।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলের আচেহ প্রদেশে তারা পৌঁছায় বলে জানিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে বেশ কয়েকবার রোহিঙ্গাবাহী নৌকা পৌঁছানোর ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, রোহিঙ্গারা বাংলাদেশের কক্সবাজার থেকে সেখানে গেছে।

নির্যাতনের অনেক বছর ধরেই মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশসহ থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়তে পাড়ি জমাচ্ছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশের কক্সবাজার জেলায় আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি। তারা কক্সবাজার জেলায় উখিয়া ও টেকনাফের উপজেলার ৩৪টি আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

সারাদেশ-এর আরও খবর