চকরিয়ায় অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই : ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  বিশেষ প্রতিনিধি    07-03-2023    191
চকরিয়ায় অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই : ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চকরিয়া উপজেলার কাকারায় অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের অন্তত ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। রোববার রাত ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের প্রপার কাকারা হাই স্কুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কাকারা হাই স্কুল এলাকায় নাছির উদ্দিনের চায়ের দোকানে আকস্মিক ভাবে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুরদিকে ছড়িয়ে পড়ে। এতে চায়ের দোকানের পার্শ্ববর্তী শামীমের মুদির দোকানসহ সব মালামাল পুড়ে যায়। রাত ১টার দিকে চকরিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে চায়ের দোকানের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে দুটি দোকানের কযেক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন জানান, মূলত চায়ের দোকানের চুলা থেকে আকস্মিক ভাবে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে মুহুর্তের মধ্যে দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। চকরিয়া ফায়ার সার্ভিসের একদল কর্মী রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে দুই দোকান ব্যবসায়ীর অন্তত ১০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

সারাদেশ-এর আরও খবর