চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হবে না। ১৭ আগস্ট থেকেই পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
দীপু মনি বলেন, পরীক্ষা উপলক্ষ্যে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে কয়েক জেলায় বন্যার সৃষ্টি হয়েছে। এজন্য বুধবার ও বৃহস্পতিবার (৯ ও ১০ আগস্ট) বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কক্সবাজারসহ ৪ জেলায় ৯ ও ১০ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট থেকেই
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হবে না। ১৭ আগস্ট থেকেই পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
দীপু মনি বলেন, পরীক্ষা উপলক্ষ্যে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে কয়েক জেলায় বন্যার সৃষ্টি হয়েছে। এজন্য বুধবার ও বৃহস্পতিবার (৯ ও ১০ আগস্ট) বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
প্রধান কার্যালয়
৯, আদাবর, ঢাকা-১২০৭
মোবাইল
০১৭১১-২৪৯৭৭০, ০১৯৫৬-৪৪৬৫২৫
ই-মেইল
deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 2, 2023, 6:34 pm