সাংবাদিক শফিকুল্লাহ খান’কে মহেশখালী প্রেস ক্লাবের মরণোত্তর সম্মাননা প্রদান

  বিশেষ প্রতিনিধি    07-02-2023    227
সাংবাদিক শফিকুল্লাহ খান’কে মহেশখালী প্রেস ক্লাবের মরণোত্তর সম্মাননা প্রদান

মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা রাহাতজান পাড়া গ্রামের প্রবীন আলেমে দ্বীন মরহুম আলহাজ্ব মাওলানা মকবুল আহাম্মদ ও মরহুমা মোমেনা বেগমের কৃতিসন্তান, মহেশখালী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রবীণ সাংবাদিক শফিকুল্লাহ খান’কে মরণোত্তর সম্মাননা প্রদান করছে মহেশখালী প্রেস ক্লাব।

দীর্ঘপথ চলার ৩৮ বছরে পূর্তি উপলক্ষে বাবু দীঘি চত্বরে মহেশখালী প্রেস ক্লাব আয়োজনে ভ্রাতৃত্ব ও সৌহাদ্যপূর্ণ বর্ণাঢ্য পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গত ৩০ শে জানুয়ারি (সোমবার) দুপুরে এ মরণোত্তর সম্মাননা প্রদান এতে সাংবাদিক শফিকুল্লাহ খাঁনে পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তাঁর সহধর্মিণী মোর্শিদা খানম।

মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন..কক্সবাজার-২, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশীদ। সাধারণ সম্পাদক এম ছালামত উল্লাহ বিএ ও ফরিদ আলম দেওয়ানের যৌথ সঞ্চলনায় অতিথিদের মঞ্চে আসন গ্রহণের পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ আসরাফ উল্লাহ কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন..মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী, মহেশখালী উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশা, সাবেক পৌর প্রশাসক এম আজিজুর রহমান বিএ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যোশায়ী সিআইপি আব্দুস শুক্কুর, জাতীয়পাটির কেন্দ্রীয় সদস্য মোহিবুল্লাহ, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, মহেশখালী থানার ওসি (তদন্ত) মীর আব্দু রাজ্জাক, উপজেলা নির্বাচনী অফিসার বিমলেন্দু কিশোর পাল, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, বীর মুক্তিযোদ্ধা ছালাহ আহমদ, শাপলাপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক চৌধুরী, কুতুবজোম ইউপি চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, ভোরের কাগজের জেলা প্রতিনিধি ছৈয়দুল কাদের, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সরওয়ার আজম মানিক, বাংলা ভিশন এর জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন সাকিল, কর্মরত সিনিয়র সাংবাদিক আব্দুস ছালাম কাকলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, হানুরুর রশিদ, মাহাবুব রোকন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ’সহ মহেশখালী কর্মরত সাংবাদিক ও সাংবাদিক পরিবার, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও রাজনৈতিক বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এতে মধ্যাহ্নভোজন আগমুহুর্তে প্রেস ক্লাবের প্রতিষ্ঠা কালীন সভাপতি মরহুম ডাঃ সোলতান উদ্দীনের পক্ষে পরিবারের সদস্য, মরহুম সাজ্জাদ জহির এর পক্ষে তাঁর ভাতিজা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক ও মরহুম আহমদ হোছাইন এর মেঝমেয়ে হামিদা হোছাইন মরনোত্তর ক্রেস্ট ও উপহার গ্রহণ করেন।

বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক শফিকুল্লাহ খাঁন দেশের একজন সৎ সাংবাদিকতার পথিকৃৎ, অসাম্প্রদায়িক চেতনায় লেখালেখির মাধ্যমে দেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন। প্রথিতযশা সাংবাদিক শফিকুল্লাহ খাঁন মহেশখালী তথা চট্টগ্রামে যে কলম সৈনিক তথা সংবাদকর্মী সৃষ্টি করে গেছেন তারা দেশের কল্যাণে, সামাজিক অবক্ষয় রোধ ও অপসংস্কৃতির বিরুদ্ধে কাজ করছেন। তাঁর পদাঙ্ক অনুসরণকারী সংবাদকর্মীদের দ্বারা দেশ ও জতি উপকৃত হবে।’

দিনব্যাপী সাংবাদিকদের পারিবারিক মিলনমেলার দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করছেন চট্টলার খ্যাতিমান শিল্পীরা। অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র এর আকর্ষণীয় পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়।

সারাদেশ-এর আরও খবর