চকরিয়া পৌর বিএনপি অফিসে তালা দেয়ার ঘটনায় জেলা বিএনপির নিন্দা ও উদ্বেগ

  বিশেষ প্রতিনিধি    08-11-2022    152
চকরিয়া পৌর বিএনপি অফিসে তালা দেয়ার ঘটনায় জেলা বিএনপির নিন্দা ও উদ্বেগ

চকরিয়া-পেকুয়া আসনের সরকার দলীয় সংসদ সদস্য জাফর আলমের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চকরিয়া পৌর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও তালা লাগিয়ে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কক্সবাজার জেলা বিএনপি। এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে শাহজাহান চৌধুরী ও এডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, এমপি জাফরের নেতৃত্বে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও তালা দেয়ার ঘটনা স্বৈরাচারি ও ফ্যাসিবাদী রাজনৈতিক মানসিকতার বহিঃপ্রকাশ। এই হামলার মধ্যদিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরোধী দল দমনের নগ্ন মানসিকতারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এমপি জাফর আলম।

তাঁরা বলেন, এমপি জাফর আলম পুরো চকরিয়া ও পেকুয়া উপজেলায় নিজের একক কর্তৃত্ব প্রতিষ্টা করতে অরাজক অবস্থার সৃষ্টি করেছেন। তিনি বিরোধী দলকে হামলা, মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যার ফল কখনোই শুভ হবে না।

বিবৃতিতে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, শুধু চকরিয়া পৌর বিএনপি কার্যালয় নয়, খুটাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. শফিউল আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়ে ব্যক্তিগত আক্রোশ ও দলীয় ভাবে বিএনপি নেতা-কর্মীদের দমনের অপচেষ্টা করছেন এমপি জাফর।

নেতাদ্বয় এসব ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে যদি বিএনপি নেতা-কর্মীদের হয়রানি, নির্যাতন করা হয় তাহলে বিএনপি ও জনগণ আর ঘরে বসে থাকবে না। জনগণকে সাথে নিয়ে মাঠে নামতে বাধ্য হবে বিএনপি।

তাঁরা এই ঘটনায় আইন প্রয়োগকারি সংস্থা গুলোকে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, ৭ নভেম্বর সামবার বিকেল ৪টার দিকে এমপি জাফর আলমের নেতৃত্বে ৪টি গাড়ির বহর নিয়ে এসে একদল ক্যাডার চকরিয়ার মগবাজার এলাকাস্থ পৌর বিএনপির কার্যালয়ে এসে ভাঙচুর চালায়। তারা বিএনপি কার্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডটি ভাঙচুর করে। পরে সেটি দূরে নিয়ে জ¦ালিয়ে দেয়।

এছাড়াও ওই গাড়িবহরটি খুটাখালীতে ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. শফিউল আলমের ব্যবসায়িক কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।

সারাদেশ-এর আরও খবর