১২ ক্যাটাগরিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড

  বিশেষ প্রতিনিধি    05-01-2024    63
১২ ক্যাটাগরিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড ২০২৩, সিজন নাইন। সারা দেশে কৃষি ও খাদ্যনিরাপত্তায় ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করার উদ্দেশ্যে ১২টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

ব্যক্তি পর্যায়ে আজীবন সম্মাননা, সেরা কৃষক নারী ও পুরুষ, সেরা মেধাবী কৃষিযোদ্ধা—নারী ও পুরুষ, পরিবর্তনের নায়ক, সেরা সাংবাদিক (কৃষি), জুরি স্পেশাল, প্রতিষ্ঠান পর্যায়ে সেরা প্রতিষ্ঠান—কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি, সেরা প্রতিষ্ঠান—কৃষি সহায়তা ও বাস্তবায়ন এবং সেরা কৃষি রফতানিকারককে পুরস্কৃত করা হবে। এ বছর নতুন ক্যাটাগরি হিসেবে যুক্ত হয়েছে সেরা জলবায়ু অভিযোজক পুরস্কার। এর লক্ষ্য টেকসই ও পরিমাপযোগ্য সমাধানগুলো গুরুত্বের সঙ্গে স্বীকৃতি দেয়া। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, সারা পৃথিবীর কাছেই কৃষি এক অনন্য পেশা। আমাদের বেঁচে থাকার জন্য যে খাদ্য তা উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন কৃষক।

সারাদেশ-এর আরও খবর