চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে মনোনয়ন নিলেন ২৩ প্রার্থী

  বিশেষ প্রতিনিধি    25-06-2023    59
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে মনোনয়ন নিলেন ২৩ প্রার্থী

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং,পাহাড়তলী ও হালিশহর) সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নিতে দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরও ৯ জন প্রার্থী। ফলে, প্রথম দিনের ১৪ জন মনোনয়ন সংগ্রহকারীসহ দুই দিনে আ.লীগের মনোনয়ন ফরম কিনেছেন মোট ২৩ জন।

দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন-মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, মহানগর বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হেলাল উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ, সদরঘাট থানা আওয়ামী লীগের সদস্য মো. রাশেদুল হাসান, ডবলমুরিং থানা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ এমদাদুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. বি. এম শাহজাহান।

রোববার (২৫ জুন) কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর থেকে এসব মনোনয়ন সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে প্রথম দিনে প্রথম দিনে ১৪ জন মনোনয়ন সংগ্রহকারীরা হলেন-চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, সাবেক আহ্বায়ক মো.মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য মো.শফর আলী, এ কে এম বেলায়েত হোসেন, চার নম্বর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজওয়ান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দি খালেদ, মো.দেলোয়ার হোসেন ভূঁইয়া, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সদস্য ও প্রয়াত সংসদ সদস্য ডা.আফছারুল আমীনের ভাই মো.এরশাদুল আমীন, স্ত্রী সাবেক সংসদ সদস্য কামরুন নেছা, ছেলে মো.ফয়সাল আমীন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মো.জাবেদ নজরুল ইসলাম,পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আসলাম হোসেন ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ অহীদ সিরাজ চৌধুরী।

আগামী সোমবার বিকেলে ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।

সারাদেশ-এর আরও খবর