বাপের বাড়িতে বেড়িয়ে শ্বশুর বাড়ি যাওয়া হলো না তসলিমার!

ঈদগড়-ঈদগাঁও সড়কে দুর্ঘটনা

  বিশেষ প্রতিনিধি    12-07-2023    161
বাপের বাড়িতে বেড়িয়ে শ্বশুর বাড়ি যাওয়া হলো না তসলিমার!

কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে মাতামুহুরি সার্ভিস নামক যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই সন্তানের জননী নিহত হয়েছেন। তার নাম তসলিমা আক্তার (৩০)। আহত হয়েছেন সঙ্গে থাকা দুই শিশু সন্তানসহ ৪ জন। সেখানে একজনের নাম আব্দুল নবী (৮০) । আরেকজন সিএনজি চালক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

বুধবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে হিমছড়ি ঢালা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত তসলিমা আক্তার ঈদগড় ৭নং ওয়ার্ড জালালেরজুম এলাকার আব্দুল মোনাফের মেয়ে। তার শ্বশুর বাড়ি ঈদগাঁও খোদাই বাড়ি এলাকায়। তিনি সিএনজিতে করে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছিলেন।

দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ঘটনাস্থলে রয়েছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিল জানান, তসলিমা আক্তারের শ্বশুর বাড়ি ঈদগাঁও খোদাই বাড়ি এলাকায়। কুরবানির ঈদে সন্তানদের নিয়ে তিনি বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে শ্বশুর বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হলেন। সঙ্গে তসলিমার ২ জন অবোঝ কন্যা সন্তানও রয়েছে। তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

সারাদেশ-এর আরও খবর