কুতুবদিয়ায় বিদ্যুৎ প্রকল্পের কাজ পরিদর্শনে এমপি আশেক,মার্চে উদ্বোধন

  বিশেষ প্রতিনিধি    16-02-2023    224
কুতুবদিয়ায় বিদ্যুৎ প্রকল্পের কাজ পরিদর্শনে এমপি আশেক,মার্চে উদ্বোধন

বৈদ্যুতিক সাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে মগনামা জেটির ৫’শ মিটার উত্তরে সাগরের তলদেশ থেকে ৫ মিটার গভীরে বিদ্যুৎ যাচ্ছে কক্সবাজারের দ্বীপ কুতুবদিয়ায় এ প্রকল্পের কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। মার্চ মাসের মধ্যে বিদ্যুৎ প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। এ বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৫ ফেব্রুয়ারী ) সকালে বিদ্যুৎ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পরিদর্শনে এসে এসব তথ্য জানান, কক্সবাজার-২ (কুতুবদিয়া -মহেশখালী) সংসদ সদস্য, আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।

এমপি মগনামাঘাটে পৌঁছে হেঁটে নবনির্মিত সাইবার অপটিক ক্যাবলের গোড়ায় গিয়ে সংযোগ কাজ পরিদর্শন করেন। এরপর মগনামা-কুতুবদিয়া সাগর চ্যানেলে স্পটবোটে চড়ে জাহাজে গিয়ে নির্মাণযজ্ঞ দেখেন তিনি।

এমপি সঙ্গে এ সময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার ছিল বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার। সেই লক্ষ্যেই দ্বীপে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ৩৩ কেভি মেগাওয়ার্ড উৎপাদনের বিদ্যুৎ চাহিদা পুরণ করবে সরকার। আশা করি, মার্চে মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে দ্বীপ কুতুবদিয়ায়।

এরপরে, বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের হতে প্রেরিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং সন্ধ্যায় ইউএনও ব্যান্ডমিন্টন কাপ টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে রুম টু রিড এর আফজালুর রহমান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (কুতুবদিয়া -মহেশখালী) সংসদ সদস্য, আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, এ ম্যাচে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। এসময় বিজয়ী দল কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ট্রফি তুলে দেন।

এতে অন্যান্যদের মধ্যে কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি জর্জ মিত্র চাকমা, উপজেলা আবাসিক প্রকৌশলী মু আবুল হাসনাত,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, থানার তদন্ত ওসি কানন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান ও বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটুসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

সারাদেশ-এর আরও খবর