নাইক্ষ্যংছড়িতে ভবন ও স্থাপনা নির্মাণে নকশার অনুমোদন নিতে হবে : ইউএনও

  বিশেষ প্রতিনিধি    16-02-2023    217
নাইক্ষ্যংছড়িতে ভবন ও স্থাপনা নির্মাণে নকশার অনুমোদন নিতে হবে : ইউএনও

নাইক্ষ্যংছড়ি উপজেলায় সকল প্রকার ভবন ও স্থাপনা নির্মাণ করতে হলে উপজেলা পরিষদ হতে নকশা অনুমোদন নিতে হবে বলে জানান উপজেলা নির্বহি অফিসার রোমেন শর্মা।

ভবন ও স্থাপনা নির্মাণে নকশা অনুমোদন নিতে হবে উপজেলা পরিষদ থেকে।

স্থানীয় সরকার বিভাগের আদেশ বলে উন্নযন কতৃপক্ষ ব্যতিত সারা দেশের সকল উপজেলায় সরকার -২০১৭ সালে পাস করা আইনের আলোকে কাচা পাকা দালান ও সকল প্রকার স্থাপনা নির্মাণের আগে নকশ অনুমোদন নিতে হবে উপজেলা পরিষদের।

নির্ধারিত ফরমে নির্দিষ্ট ফি দিয়ে আবেদন করতে হবে।

সম্প্রতি সময়ে পরিবেশ বিপর্যয়, ভূমিকম্প, পাহড় ধস এড়াতে এই অইন টি বাস্তবয়েনে সকলের সহযোগীত কামনা করেন ইউ এন ও রোমেন শর্মা।

গত ১৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে ২১ ফেব্রুয়ারী উপলক্ষে আয়োজিত সভা শেষে ইমারত আইনটি পড়ে শূনান এবং এটি যথাযথ পালন ও বাস্তবায়নের জন্য সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

এছাড়া এই আইন অমান্য কারিদের জন্য জেল জরিমানার বিধান ও প্রয়োগ করা হতে পারে বলে তিনি উল্লেখ করেন তিনি।

সারাদেশ-এর আরও খবর