র‌্যাব পরিচয় অপহরণ করে মুক্তিপণ দাবি; আটক ২, অপহৃত উদ্ধার

  বিশেষ প্রতিনিধি    27-10-2022    151
র‌্যাব পরিচয় অপহরণ করে মুক্তিপণ দাবি; আটক ২, অপহৃত উদ্ধার

টেকনাফে এক সিএনজি চালককে র‌্যাব পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় ২ জনকে আটক করেছে র‌্যাব ১৫। এসময় উদ্ধার করা হয়েছে অপহৃত সিএনজি চালক ফয়েজি আলম শাহিন (২৯) কে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

সিএনজি চালক ফয়েজি আলম শাহিন (২৯) টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার মোহাম্মদ আলমের ছেলে।

আটক অপহরণ চক্রের সদস্যরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার আবুল বশরের ছেলে রবিউল আলম লাভলু (২৫) ও উলচামারি এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে মোরশেদ আলম (২৮)।

র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে র‌্যাব ১৫ এর টেকনাফ ক্যাম্পে সিএনজি চালক ফয়েজি আলম শাহিনের বোন কলিমা আক্তার অভিযোগ করেন তার ভাই সিএনজি নিয়ে টেকনাফ থেকে হ্নীলা যাওয়ার সময় র‌্যাব পরিচয় অপহরণ করা হয়। এরপর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব অভিযান শুরু করে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে হ্নীলার দরগাহ স্টেশন বাজার থেকে অপহৃতকে উদ্ধার করে। এসময় আটক করা হয় র‌্যাব পরিচয় দেয়া অপহরণকারি চক্রের ২ সদস্যকে। আটকদের টেকনাফ থানায় সোপর্দ করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর