গুলি ছুড়তে ছুড়তে মিয়ানমারে চলে গেছে ইয়াবা কারবারিরা: বিজিবি

  বিশেষ প্রতিনিধি    18-01-2023    212
গুলি ছুড়তে ছুড়তে মিয়ানমারে চলে গেছে ইয়াবা কারবারিরা: বিজিবি

উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে ইয়াবা কারবারিদের সঙ্গে বিজিবির টহল টিমের গোলাগুলি হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কক্সবাজার ৩৪ বিজিবি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্ত এলাকায় ২০ নম্বর সীমানা পিলারের কাছে দুই দল ইয়াবা কারবারির মধ্যে ইয়াবা কেনাবেচা নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি শুরু হয়। বাংলাট্রিবিউন ও কক্সবাজার বয়েজ

খবর পেয়ে তাৎক্ষণিক বালুখালী বিজিবি ক্যাম্প, ঘুমধুম ও পালংখালী বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এ অবস্থায় বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছুড়লে বেশ কিছু সময় গোলাগুলি চলে। একপর্যায়ে ইয়াবা কারবারিরা গুলি ছুড়তে ছুড়তে মিয়ানমার সীমান্তের ওপারে চলে যায়।

বিজিবির এই কর্মকর্তা বলেন, গোলাগুলির ঘটনায় বিজিবির কেউ আহত হয়নি। তবে ইয়াবা কারবারিদের কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি।

বর্তমানে সীমান্ত এলাকার বিজিবির সব বিওপিসমূহ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি টহল এবং গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর