টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার নাগরিকের মৃত্যু

  বিশেষ প্রতিনিধি    17-10-2022    164
টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার নাগরিকের মৃত্যু

টেকনাফ স্থলবন্দরে কাঠবোঝাই ট্রলারে আসা মিয়ানমারের এক নাগরিকের মৃত্যু হয়েছে।রবিবার(১৬ অক্টোবর) দুপুরে টেকনাফ স্থল বন্দরে চোউলি নামক জাহাজে মারা যান তিনি। নিহত হলেন,মিয়ানমারের সিটওয়ে (আকিয়াব) এলাকার খিমাওয়াং(৪০)। জানা যায়,মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে কাঠবোঝাইকৃত চোউলি নামক জাহাজ গত ১৪ অক্টোবর টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্য রওয়ানা হয়।সীমান্ত বাণিজ্য ব্যবসায়ী আবদুস শুক্কুরের উক্ত জাহজটি রবিবার ভোররাত ১টার সময় টেকনাফ স্থলবন্দরে পোঁছায়।জাহাজে আসা মিয়ানমারের নাগরিক (জাহাজের ইঞ্জিন মেকার) খিমাওয়াং শারীরিক অসুস্থতাজনিত বন্দরের কাঠ আনলোড করার সময় মারা যায়। নিহত ব্যক্তি টিবি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিল। মৃতদেহটি বর্তমানে জাহাজ কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেন সিএন্ডএফ এজেন্ট ও সীমান্ত বানিজ্য ব্যবসায়ী আব্দুস শুক্কুর। টেকনাফ স্থল বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী এ বিষয়ে বিস্তারিত জেনে জানাবেন বলে নিশ্চিত করেছেন।

সারাদেশ-এর আরও খবর