নাইক্ষ‍্যংছড়ি বিজিবির অভিযানে মিয়ানমারের ৫টি বার্মিজ ষাঁড় গরু আটক

  বিশেষ প্রতিনিধি    29-01-2023    189
নাইক্ষ‍্যংছড়ি বিজিবির অভিযানে মিয়ানমারের ৫টি বার্মিজ ষাঁড় গরু আটক

নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক মালিক বিহীন ৫টি বার্মিজ ষাঁড় গরু আটক করা হয়েছে।

রোববার সকাল ১১টা ৩০মিনিটের সময় নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী বিওপির সুবেদার মোঃ তাহাজ্জেলের নেতৃত্বে নিয়মিত টহল দল কর্তৃক সীমান্ত পিলার ৪৭ এর পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ দক্ষিণ পশ্চিম দিকে গর্জনিয়ার দক্ষিণ মৌলভীকাটা নামক স্হান হতে মালিক বিহীন ৫ টি বার্মিজ গরু আটক করা হয়।

১১বিজিবির নিয়ন্ত্রণাধীন সীমান্ত এলাকার বিভিন্ন বিওপির কর্মরত কর্মকর্তা এবং সদস্যদের ব্যাপক তৎপরতায় আগের চাইতে অনেক কমে এসেছে গরু চোরাচালান।

তবে সীমান্ত ঘেষা বসবাসকারী কিছু মানুষের সহযোগিতায় পার্শ্ববর্তী এলাকার কিছু লোক প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে চোরাই ভাবে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে পাহাড়, ঝিরি, ছড়া, এবং গহীন অরণ্য দিয়ে গরু চোরাচালানে এখনো তৎপর রয়েছে বলে জানা গেছে।

সারাদেশ-এর আরও খবর