কক্সবাজারে ৬ বিদেশীর ১০ বছর করে কারাদন্ড

৩ লক্ষ ইয়াবা পাচার

  বিশেষ প্রতিনিধি    11-01-2023    158
কক্সবাজারে ৬ বিদেশীর ১০ বছর করে কারাদন্ড

তিন লক্ষ পিচ ইয়াবা টেবলেট পাচারের মামলায় ৬ জন মিয়ানমারের নাগরিকের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একইসাথে প্রত্যককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে আরো এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার ১১ জানুয়ারি কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনাকারী ও একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সারাদেশ-এর আরও খবর