ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা ১৭ জেলে উদ্ধার

  বিশেষ প্রতিনিধি    29-08-2022    118
ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা ১৭ জেলে উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়া থেকে ইঞ্জিন বিকল হওয়া ভাসমান ফিশিং ট্রলারসহ ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার (২৮ আগস্ট) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের গোয়েন্দা পরিদপ্তর শাখার (মিডিয়া কর্মকর্তা) লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ‘এফভি মা-বাবার দোয়া-২’ নামের একটি ফিশিং ট্রলার ভোলার তজুমুদ্দিন এলাকা থেকে সাগরে যায়। ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকেন তারা। এর মধ্যে শনিবার দুপুর আড়াইটার দিকে বিকল হওয়া ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে কোস্টগার্ডকে অবিহিত করা হয়। পরে কোস্টগার্ড অভিযান চালিয়ে ফিশিং ট্রলারসহ ১৭ জেলেকে অক্ষত উদ্ধার করে।

সারাদেশ-এর আরও খবর