কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেলের ভরাডুবির নেপথ্যে

  বিশেষ প্রতিনিধি    27-02-2023    203
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেলের ভরাডুবির নেপথ্যে

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেলের ভরাডুবি হয়েছে। ভোটে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ‘আইনজীবী ঐক্যপরিষদ’ প্যানেলের সভাপতিসহ ১৩টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেলের সাধারণ সম্পাদকসহ নির্বাচিত হয়েছে মাত্র ৪ জন।

সূত্রে জানা যায়,স্বাধীনতার পরবর্তী সময়কালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেলের নির্বাচনে এরকম ফলাফল বিপর্যয়ের ঘটনা আর ঘটেনি বলে অনেকেই মনে করছেন। ক্ষমতাসীন সরকারের সমর্থিত আইনজীবী প্যানেলের এরকম ধস নামানো পরাজয়ের ঘটনা রাজনীতি সচেতন ব্যক্তিদেরও ভাবিয়ে তুলেছে। কক্সবাজারের রাজনীতির মাঠের অন্যান্য নির্বাচনে এরকম ফলাফল ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত আর সরকার বিরোধীদের জন্য আশার বাণী বলেও মনে করছেন অনেকেই।

নির্বাচনের ফলাফল নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে- প্রধানমন্ত্রীর তহবিলের ২ কোটি ৩০ লাখ টাকার সহায়তা নিয়ে সমিতির বর্ধিত ভবন নির্মিত হওয়ার বিষয়টি। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের সমর্থিত আইনজীবীদের মধ্যে মারাত্মক অন্তর্কোন্দলের কারণেই এমন ভরাডুবির প্রধান কারণ। সেই সঙ্গে নির্বাচনে মনোনয়ন বঞ্চিত আইনজীবীরা নিজ প্যানেলের বিরোধীতা করার বিষয়টিও ওপেন সিক্রেট। প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবীদের বিরদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থীরা।

প্রসঙ্গত,শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয়। ভোটে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ‘আইনজীবী ঐক্যপরিষদ’ প্যানেলের সভাপতিসহ ১৩ পদে বিজয় হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেলের সাধারণ সম্পাদকসহ ৪ জন নির্বাচিত হয়। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৮৫২ জন ভোটারের মধ্যে ৭৮৬ জন তাদের ভোট প্রয়োগ করেছেন।

বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের নির্বাচিতরা হলেন, সভাপতি পদে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. কাসেম আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম টিপু, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহীন, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মো. তৌহিদুল আনোয়ার, অ্যাডভোকেট আব্দুল্লাহ, অ্যাডভোকেট মোশতাক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আমির হোসেন (২), অ্যাডভোকেট এম এম ইমরুল শরীফ, অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (৪) ও অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ তারেক, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট নুরুল ইসলাম সায়েম, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট ফরহাদ আহমদ, নির্বাহী সদস্যের পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক।

সারাদেশ-এর আরও খবর