বিএনপি-জামাতকে কক্সবাজার শহরে কোন রকম নৈরাজ্য করতে দেয়া হবে না

  বিশেষ প্রতিনিধি    05-02-2023    246
বিএনপি-জামাতকে কক্সবাজার শহরে কোন রকম নৈরাজ্য করতে দেয়া হবে না

বিএনপি-জামাতকে কক্সবাজার শহরে কোন রকম নৈরাজ্য করতে দেয়া হবে না। এই শহরে মানুষের জীবন মান স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি কক্সবাজার পৌর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ মাঠে ছিল আছে এবং ভবিষ্যতে ও থাকবে।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে ৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ জরুরি সভায় উপস্থিত নেতৃবৃন্দ একথা বলেন।

নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের কক্সবাজার এর কৃতি সন্তান কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদজ, পৌর মেয়র মুজিবুর রহমান ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি করোনা সম্মুখ যোদ্ধা নজিবুল ইসলাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে ওমরাহ হজ্ব পালনের জন্য সৌদি আরব সফরে গেছেন। আমরা আজকের এই সভায় তাদের ও তাদের পরিবারের সকলের হজ্ব কবুল ও সুস্থ ভাবে দেশে ফিরে আসতে পারে তার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি।

পাশাপাশি পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১০নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন সেতু সদর হাসপাতালে ডাক্তার ও নার্স কর্তৃক হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তিনি একজন জনপ্রতিনিধি হওয়া সত্বেও তাঁর সাথে এমন অপেশাদার আচরণ কখনো মেনে নেয়া যায় না।

অনতিবিলম্বে হাসপাতাল কতৃপক্ষকে উক্ত বিষয়ে তদন্ত পূর্বক একটা বিহীত ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছি।

সভায় বলা হয়, পৌর আওয়ামী লীগের কোন নেতাকর্মীদের যেকোন প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমরা ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে সবসময় প্রস্তুত রয়েছি। আপনারা জানেন ফেব্রুয়ারি মাস ভাষার মাস।

১৯৫২ সালের এই মাসে সালাম, রফিক, জব্বার, বরকতসহ অসংখ্য মানুষের জীবনদানের মাধ্যমে আমরা আমাদের ভাব প্রকাশের স্বাধীনতা পেয়েছি। আমাদের বাংলা ভাষার মর্যাদা দিতে গিয়ে জাতিসংঘ ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কক্সবাজার পৌর আওয়ামী লীগ ২১শে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালন করবে।

আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামি কয়েকমাস পর পৌর নির্বাচন। আমাদের নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আপনাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। পাড়া-মহল্লায় মানুষের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করুন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার রাস্ট্র পরিচালনায় যেকোন বাঁধা রুখে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে প্রয়োজনে নিজেরদের সবটুকু উজাড় করে দিতে তৈরী রয়েছি।

সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী।

সাধারণ সম্পাদক উজ্জ্বল কর এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী এনামুল হক, সহ-সভাপতি ডা. পরিমল কান্তি দাশ, সহ-সভাপতি সেলিম নেওয়াজ, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ড সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভদত্ত বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল আলম পেটান, পৌর আওয়ামী লীগ নেতা রফিক মাহমুদ, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন৷ ৪নং ওয়ার্ড যুগ্ন সাধারণ ও পৌর আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক সোহেল রানা, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ ও ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন।

সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক দাশ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিয়া উল্লাহ চৌধুরী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল হুদা, ১১নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, কার্যকরী সদস্য যথাক্রমে এড. ফরিদ উদ্দিন, কাসেম কন্ট্রাক্টর, গিয়াস উদ্দিন, ফরহাদ রেজা, এড. ছোটন কান্তি, সাগর পাল সাজু, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ নুর, আনোয়ার হোসাইন, এম. মনছুর, রায়হান ও রাকিব প্রমুখ।

উক্ত বিশেষ জরুরি সভার শুরুতে ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা ও সৌদি আরব সফরত আওয়ামী লীগ নেতৃবৃন্দের জন্য দোয়া অনুষ্ঠিত হয় এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক খোকনের পিতা মরহুম আবদুস সালাম, পৌর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিয়া উল্লাহ চৌধুরীর মরহুম পিতা হেফাজত উল্লাহ চৌধুরীর স্মরণে সকল নেতৃবৃন্দ এম মিনিট নিরবতা পালন করেন।

সারাদেশ-এর আরও খবর