সেন্টমার্টিনে ৫০০ পরিবারকে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

  বিশেষ প্রতিনিধি    26-10-2022    174
সেন্টমার্টিনে ৫০০ পরিবারকে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

ঘূর্ণিঝড় চিত্রাংয়ে সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ত্রাণ বিতরণ করে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ৯ টার দিকে বাংলাদেশ নৌবাহিনী ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিন্স এ ত্রাণ সহায়তা দেন।

চাউল, ডাল, চিনি, মুড়ি, মিনারেল ওয়াটার, চিড়া, মোমবাতি, দিয়াশলাই বক্স, পানি বিশুদ্ধকরণ মেডিসিন, ওরস্যালাইন, প্যারাসিটামলসহ ৫০০ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করে।

ত্রাণের বস্তা হাতে নিয়ে সেন্টমার্টিন ডেইল পাড়ার ফাতেমা খাতুন বলেন, ( সোমবার রাইত্তা দইজ্জার গইরর পানি আই অরে অ্যার ঘরর বেইগ্গিন ভাসাই লগিয়েগই। নৌবাহিনীত্তুন ইন পাইঅরে বহুত খুশী লার) সোমরাব রাতের জোয়ারের পানি আমার ঘরের সবকিছু ভাসিয়ে নিয়ে গেলো। নৌবাহিনীর থেকে ত্রাণ পেয়ে আমার খুব খুশী লাগছে।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মহসিন রেজা(এল), লেফটেন্যান্ট কমান্ডার তাইমুর (এক্স), লেফটেন্যান্ট ইমাম(এক্স), সাব লেফটেন্যান্ট আব্দুল্লাহ (এক্স)। এবং সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট ইমাম (এক্স) বলেন, সেন্টমার্টিন্স ও উপকূলীয় অঞ্চলসহ দেশের যেকোনো পরিস্থিতিতে প্রতিমুহূর্তে মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে যেকোনো দূর্যোগ মুহুর্তে সবসময় বাংলাদেশ নৌবাহিনীকে পাশে পাওয়া যায়। ঘঠে যাওয়া ঘূর্ণিঝড় চিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করাই বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।

সারাদেশ-এর আরও খবর