নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্যোগে এতিম খানার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  বিশেষ প্রতিনিধি    26-03-2023    140
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্যোগে এতিম খানার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নাইক্ষ্যংছড়ি জোন (নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন, ১১ বিজিবি) কর্তৃক এতিম খানার শিক্ষার্থীদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় *সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে* অদ্য ২৫ মার্চ ২০২৩ তারিখে সকাল ১১ টার সময় নাইক্ষ্যংছড়ি জোনের ব্যবস্থাপনায় জোনের আওতাধীন মোট ১৫ টি হেফজ খানা ও এতিমখানায় গরীব, অসহায় ও দুস্থ এতিম শিক্ষার্থীদের জন্য নিম্নবর্ণিত ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ১০১৯ কেজি, ডাল ১০১ কেজি, তৈল ১০১ লিটার, চিনি ১০১ কেজি, খেজুর ১০১.৩ কেজি, ছোলা ১০১.৩ কেজি মুড়ি।

নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে হেফজ ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ইফতার সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় ক্যাপ্টেন রাফি-উস-হাসান, এ্যাডজুটেন্ট, নাইক্ষ্যংছড়ি জোন, বিজিবি সদস্যগণ, সাংবাদিক এবং ইফতার সামগ্রী গ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।

সারাদেশ-এর আরও খবর