১৪টি আগ্নেয়াস্ত্র, ৪৮৬ রাউন্ড গোলাবারূদ ও মাদকসহ ০৬ জন রোহিঙ্গা ডাকাত আটক

টেকনাফে কোস্টগার্ডের রুদ্ধশ্বাস অভিযান

  বিশেষ প্রতিনিধি    04-01-2023    179
 ১৪টি আগ্নেয়াস্ত্র, ৪৮৬ রাউন্ড গোলাবারূদ ও মাদকসহ ০৬ জন রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফস্থ নাফনদীর খড়েরদ্বীপ এলাকায় ৯ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৪৮৬ রাউন্ড গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ সশস্ত্র ৬ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা ।

মঙ্গলবার (৩জানুয়ারী) দুপুরে কেরুনতলী কার্যালয়ে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন জামান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আটককৃতরা হলেন—উখিয়া থাইংখালী রেজিস্ট্রার্ড ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোসেন আহমেদের ছেলে মোঃ ইব্রাহিম (২৩)। সুলতান আহমদের পুত্র মোঃ আরিফ (৩৩), নুর হাকিমের ছেলে মোঃ মাহমুদুর রহমান (১৮), টেকনাফ উনচিপ্রাং ২২নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুরুল ইসলামের পুত্র মোঃ আমিন (৩৩), একই ক্যাম্পের হাশেমের ছেলে মোঃ কানিজ (২৪)। উখিয়া বালুখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আহমেদের ছেলো মোঃ নবী হোসেন (২৮)।

সোমবার(২ জানুয়ারি) গভীর রাতে নাফনদীর মোহনায় দীর্ঘ ৯ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও মাদকসহ এই ৬জন ডাকাতকে আটক করতে সক্ষম হয় বলে জানান কোস্টগার্ড।

টেকনাফ বিসিজি স্টেশন কমান্ডার লে. কমান্ডার মহিউদ্দিন জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ জানুয়ারি) শাহপরী দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি সক্রিয় অস্ত্রধারী ডাকাতদল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে আনুমানিক দুপুর ১টার দিকে কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক নাফনদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের বোট নিয়ে নাফ নদীর মোহনা থেকে টেকনাফের দিকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করতে থাকে।

স্টেশন সেন্টমার্টিন কর্তৃক ডাকাত দলকে ধরতে ধাওয়া অব্যাহত রেখে কোস্টগার্ড স্টেশন টেকনাফকে উক্ত তথ্যটি অবগত করা হয়। বিজিসি স্টেশন টেকনাফ থেকে চৌকশ আরেকটি আভিযানিক দল বোটটির পিছু নিয়ে ধাওয়া করলে এক পর্যায়ে স্পীড বোটটি টেকনাফ থানাধীন রঙ্গিখালীর নিকটবর্তী খড়ের দ্বীপে ডাকাত সদস্যদেরকে নামিয়ে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ডাকাত সদস্যরা দ্বীপের বনের মধ্যে লুকিয়ে যায়।

পরবর্তীতে টেকনাফ কোস্টগার্ড স্টেশান কমান্ডার লে. মহিউদ্দিন জামান ও সেন্টমার্টিন স্টেশান কমান্ডার লে. এইচ এম হারুন—অর রশিদের নেতৃত্বে দুটি আভিযানিক দল যৌথভাবে দ্বীপটি চারদিক থেকে ঘিরে ফেলে। কোস্টগার্ড সদস্যরা ডাকাত দলের মূল আস্তানা ঘেরাও করে ৬ জন সশস্ত্র ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়।

এসময় ধৃত ডাকাত সদস্যদের তথ্যমতে খড়ের দ্বীপের বনের মধ্যে চিরুণী অভিযান পরিচালনা করে ২টি বিদেশী পিস্তল, ৩টি একনলা বন্দুক, ২টি এলজি, ১টি শর্ট গান, ৬টি দেশী পিস্তল, ৪টি পিস্তলের ম্যাগাজিন, ৪৫০ রাউন্ড তাজা গোলা, ৩৬ রাউন্ড ফাঁকা গোলা, ৪টি রামদা, ২০ হাজার পিস ইয়াবা, বিদেশী মদ ২১বোতল, ৫৫১ ক্যান বিয়ার, ৭সেট ডাকাতি কাজে ব্যবহৃত পোষাক, ১জোড়া হ্যান্ডকাফ, ল্যান্ড ফোন ১টি, ৪টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

লে.কমান্ডার আরও জানায়, দ্বীপটি টেকনাফ হতে দূরবর্তী, বিচ্ছিন্ন এবং জনশূণ্য হওয়ায় এই সুযোগটি কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত ডাকাতি, মাদকদ্রব্য ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল বলে কোস্টগার্ডের কাছে গোয়েন্দা তথ্য ছিল। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশান টেকনাফ ও সেন্টমার্টিন যৌথভাবে দীর্ঘ ৯ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অস্ত্র গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ ৬ জন ডাকাত সদস্য আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটককৃত ৬জন ডাকাতের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সারাদেশ-এর আরও খবর