টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ আটক-৪

  বিশেষ প্রতিনিধি    04-01-2023    169
টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ আটক-৪

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে বিদেশী ৩৪৮ বোতল মদসহ চারজন আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়ন খাড়াংগা ঘোনা জনৈক নজির আহম্মদের বাড়িতে এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ, বসতঘর ও আশপাশ এলাকা তল্লাশী করে ১নং ধৃত ব্যক্তির বসত বাড়ির শয়ন কক্ষে রক্ষিত অবস্থায় প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে সর্বমোট ৩৪৮ টি বিদেশী কাচের মদের বোতল যার গায়ে ইংরেজিতে MANDALAY DISTILLERY MYANMAR, 40% ALC লেখা বিদেশী মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদের নাম হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুখালী মৃত খুইল্যা মিয়ার ছেলে নজির আহম্মদ (৫২),একই এলাকার নজির আহম্মদের ছেলে আরাফাত হোসেন(১৯), ব্লক-ই, ক্যাম্প- নয়াপাড়া মোহছনী ক্যাম্পের এমআরসি নম্বর-০৮০২৬ এর বাসিন্ধা সুলতান হোসাইনের ছেলে মোহাম্মদ হোসাইন (২১),এমআরসি নম্বর-২৬০৯৫-বি এর বাসিন্ধা আবু সামা এর ছেলে সৈয়দ হোসেন (৩৪) বলে জানা যায়।

আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূবেই একজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় মর্মে আসামীরা স্বীকার করে। ধৃত ব্যক্তিদের উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং ধৃত মাদক ব্যবসায়ীগন ও পলাতক আসামী পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিদেশী মদ অবৈধ ভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত বিদেশী মদসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর