মহেশখালীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত মাহির মোহাম্মদ মাহফুজ

  বিশেষ প্রতিনিধি    10-09-2022    133
মহেশখালীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত মাহির মোহাম্মদ মাহফুজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবগঠিত কমিটির অর্থ-সম্পাদক নির্বাচিত হয়ে নিজ জন্মভূমি মহেশখালী আগমনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের ভালোবাসায় সিক্ত হলেন মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা গ্রামের আলহাজ্ব জাগির হোসেনের সুয়োগ মেধাবী সন্তান মাহির মোহাম্মদ মাহফুজ। গাড়ীবহরের শোডাউন প্রদানের মাধ্যমে তাকে বরন করেন দলীয় নেতাকর্মীরা। শুক্রবার ০৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় মহেশখালী জেটি ঘাটে উপস্থিত হলে এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক মোটরবাইক ও গাড়িবহরের শোডাউন দিয়ে মহেশখালী পৌর শহরের দিকে যাত্রকরেন নেতাকর্মীরা। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহেশখালী উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্প অর্পন করেন। এ সময় তাকে একনজর দেখতে সড়কের উভয় পাশে ভিড় জমান জনসাধারণ। তাঁরা হাত নেড়ে সায়রা মহসীনকে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন স্লোগান দেন। মাহফুজও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান। এরপর একে একে উপজেলার আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং অংগ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে ছাত্রলীগের দলীয় প্যাডে গত ৩১ জুলাই ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় আল-নাহিয়ান খান ও লেখক ভট্টাচার্য। কমিটিতে মহেশখালী উপজেলাধীন ছোট মহেশখালী ইউনিয়নের মেধাবী ছাত্রনেতা মাহির মোহাম্মদ মাহফুজ। উল্লেখ্য-দ্বীপ উপজেলা মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা গ্রামের আলহাজ্ব জাগির হোসেন পুত্র মাহির মোহাম্মদ মাহফুজ মহেশখালী আাদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি ও চট্টগ্রাম কমার্স কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করে পারিবারিক নির্দেশেই উচ্চশিক্ষা লাভের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তির পর থেকেই ছাত্রলীগের রাজনীতিতে পথচলা, মেধাবী এই ছাত্রনেতা মাহফুজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস’এসোসিয়েশনের পূর্বেই বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মহেশখালী উপজেলা ছাত্রলীগের নিবীতকর্মী ছিলেন।

সারাদেশ-এর আরও খবর