বগুড়া থেকে রংপুরের ৮ জেলায় বাস চলাচল বন্ধ

  বিশেষ প্রতিনিধি    28-10-2022    179
বগুড়া থেকে রংপুরের ৮ জেলায় বাস চলাচল বন্ধ

বগুড়া থেকে রংপুরের আট জেলায় বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বগুড়া থেকে রংপুর বিভাগের আট জেলার উদ্দেশে কোনও বাস ছেড়ে যাচ্ছে না। ফলে বিপাকে পড়েছেন এসব জেলায় যাতায়াতকারীরা।

বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকে বগুড়া শহরের চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এসব যানবাহন চলাচল বন্ধের ঘোষণা দেয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, রংপুর বিভাগে পরিবহন ধর্মঘট ডাকার কারণে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া থেকে রংপুরের আট জেলায় বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে সংগঠনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে বগুড়া শহরের চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল, তিন মাথা, বনানী, লিচুতলা, বারপুর ও মাটিডালি মোড়ে গিয়ে দেখা গেছে, বগুড়া থেকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়সহ আট জেলায় কোনও বাস যাচ্ছে না। অন্যদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ থেকে আসা বাসগুলো বগুড়ায় এসে যাত্রী নামিয়ে দিয়ে টার্মিনাল ও গ্যারেজে রাখা হচ্ছে। এতে ওইসব জেলায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির নির্ভরযোগ্য সূত্র জানায়, বগুড়া থেকে রংপুর বিভাগের আট জেলায় প্রতিদিন দেড় শতাধিক বাস চলাচল করে। এসব ছাড়াও প্রতিদিন রংপুর বিভাগের চার শতাধিক বাস ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলাচল করে। রংপুর বিভাগে পরিবহন ধর্মঘটের কারণে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।

বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে কথা হয় আহমেদুর রহমান দুলাল নামে এক যাত্রীর সঙ্গে। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে গাইবান্ধা যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। সঙ্গে ছিলেন, স্ত্রী ও দুই শিশু সন্তান। বগুড়ায় পৌঁছার পর বাসের হেলপার তাদের ভাড়া ফেরত দিয়ে বাস থেকে নামিয়ে দেন। বাধ্য হয়ে তিনি সিএনজিচালিত অটোরিকশায় অধিক ভাড়ায় গাইবান্ধার দিকে রওনা দেন।

একই ধরনের বিড়ম্বনায় পড়েন নাটোর থেকে রংপুরগামী বাসে ওঠা ব্যবসায়ী গোলাম মোরশেদ। তিনি জানান, আত্মীয় বাড়ি নাটোর থেকে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে বাসে উঠেছিলেন। তাদের রংপুরে পৌঁছে দেওয়ার কথা থাকলেও বগুড়া শহরের চারমাথায় নামিয়ে দেওয়া হয়েছে। তিনি অটোরিকশা বা অন্যকোনো যানবাহনে বাড়ি ফেরার চেষ্টা করছেন।

বগুড়ার উপ-শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিয়া বলেন, বগুড়া বা রংপুরে বাস চলাচল বন্ধ থাকার কোনও তথ্য তার কাছে নেই।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, রংপুরে পরিবহন ধর্মঘটের বিষয়ে তার কিছু জানা নেই। তবে মহাসড়কে বাস চলাচল কম দেখা যাচ্ছে।

সারাদেশ-এর আরও খবর