চকরিয়ায় বিজিবি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত-৩, আহত-৬

  বিশেষ প্রতিনিধি    05-03-2023    281
চকরিয়ায় বিজিবি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত-৩, আহত-৬

চকরিয়ায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর একটি বাসের সাথে ভটভটির গাড়ীর মুখোমুখি সংঘর্ষে হয়।এসময় তিনজন যাত্রী নিহত ও ৫/৬জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টা৪০মিনিটের দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং চকরিয়া-লোহাগাড়া সীমান্তবর্তী আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের ছেলে মো. হামিদ (৩২), একই এলাকার দানু মিয়ার ছেলে নজু মিয়া (২৮) ও লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।আহতদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ায় নাম জানা হয়নি।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইন্সপেক্টর (ইনচার্জ) ইমন কান্তি চৌধুরী বলেন,সকালে একটি ভটভটি যাত্রী নিয়ে আমিরাবাদ যাচ্ছিল।এমতাবস্থায় গাড়ীটি সীমান্তবর্তী এলাকায় পৌঁছলে,বিপরীতমুখী বিজিবি’র সদস্যরা সাতকানিয়া বায়তুল ইজ্জত ক্যাম্প থেকে কক্সবাজার যাওয়ার পথে, বিজিবি’র বাসের মুখোখুখি সংঘর্ষ হয়।

এসময় তিন যাত্রী মারা যান।এতে বেশী কয়েক জন যাত্রী আহত হয়।তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।উদ্ধার কাজে চকরিয়ার ফায়ার সার্ভিস লোকজন সহযোগিতা করেছেন।তাছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়।এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

সারাদেশ-এর আরও খবর