অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে -পুলিশ সুপার

  বিশেষ প্রতিনিধি    29-01-2023    180
অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে -পুলিশ সুপার

পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) বলেছেন-কক্সবাজারকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, কমিউনিটি পুলিশিং হল, জনগণ ও পুলিশের মধ্যে অংশীদারিত্ব। জনগণ ও পুলিশের মধ্যে অংশীদারিত্ব হয় তথ্য প্রবাহের মাধ্যমে। কমিউনিটি পুলিশিংয়ের কাজ পুলিশের সাথে একটা সম্পর্কের সেতু বন্ধন তৈরী করে মাদকসহ সমাজের সব ধরণের অপরাধ কমিয়ে নিয়ে এসে সেতুবন্ধন তৈরী করা।

শনিবার (২৮ জানুয়ারী) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নবগঠিত জেলা কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভাটি সঞ্চালনা করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) অলক কুমার বিশ^াস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ জসীম উদ্দিন চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিং-এর উপদেষ্টা সাবেক মহিলা এমপি অধ্যাপিকা এথিন রাখাইন, তোফায়েল আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, এডভোকেট ফরিদুল আলম পিপি, এডভোকেট রনজিত দাশ, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ খোরশেদ আলম, সহ-সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দিপক শর্মা দিপু, মহিলা সম্পাদক আয়েশা সিরাজ, দপ্তর সম্পাদক আসিফ উল মাওলা, প্রচার সম্পাদক বলরাম দাশ অনুপম, সদস্য এডভোকেট প্রতিভা দাশ, দেলোয়ার হোসেন, ঈদগাঁও থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আজিম, টেকনাফ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোহাম্মদ আলম বাহাদুর, উখিয়া থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক একেএম শহিদুল্লাহ, চকরিয়া থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আজিমুল হক আজিম চেয়ারম্যান, রামু থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এডভোকেট মোজাফফর আহম্মদ হেলালী, কুতুবদিয়া থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রেজাউল করিমসহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

সারাদেশ-এর আরও খবর