কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল রাস্তা পাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাজ্জাদ হোসেন। সে ওই এলাকার সাদ্দাম হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার দিকে পাশের একটি বাড়িতে মায়ের পাশে খেলছিল শিশু সাজ্জাদ। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। পাশে একটি আর্থিংয়ের ক্যাবলের সাথে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয় সাজ্জাদ। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে মা ছেলে ছাড়িয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা চালায়। এতে মা ও ছেলে দুজনেই বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়।
পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকে বাঁচাতে পারলেও শিশু সাজ্জাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহত সাজ্জাদের পিতা সাদ্দাম হোসেন বলেন, অল্প বয়সে তাঁর মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। আমি সবার কাছে দোয়া চাই।
খুরুশকুল ৩নং ওয়ার্ডের মেম্বার জানে আলম বলেন, খবর পেয়ে আমি হাসপাতালে ছুটে আসি। বিনা ময়নাতদন্তে যেন শিশুটির লাশ হস্তান্তর করে সেজন্য আমরা সদর থানা পুলিশকে আবেদন করেছি। মরদেহ পেলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
খুরুশকুলে বিদ্যুৎ স্পৃষ্টে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল রাস্তা পাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাজ্জাদ হোসেন। সে ওই এলাকার সাদ্দাম হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার দিকে পাশের একটি বাড়িতে মায়ের পাশে খেলছিল শিশু সাজ্জাদ। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। পাশে একটি আর্থিংয়ের ক্যাবলের সাথে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয় সাজ্জাদ। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে মা ছেলে ছাড়িয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা চালায়। এতে মা ও ছেলে দুজনেই বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়।
পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকে বাঁচাতে পারলেও শিশু সাজ্জাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহত সাজ্জাদের পিতা সাদ্দাম হোসেন বলেন, অল্প বয়সে তাঁর মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। আমি সবার কাছে দোয়া চাই।
খুরুশকুল ৩নং ওয়ার্ডের মেম্বার জানে আলম বলেন, খবর পেয়ে আমি হাসপাতালে ছুটে আসি। বিনা ময়নাতদন্তে যেন শিশুটির লাশ হস্তান্তর করে সেজন্য আমরা সদর থানা পুলিশকে আবেদন করেছি। মরদেহ পেলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
|
প্রিন্টের তারিখ ও সময়: September 16, 2024, 4:20 am