কক্সবাজার পৌর যুবলীগের কাঙ্খিত সম্মেলন আজ

  বিশেষ প্রতিনিধি    09-03-2023    270
কক্সবাজার পৌর যুবলীগের কাঙ্খিত সম্মেলন আজ

কক্সবাজার পৌর যুবলীগের কাঙ্খিত ত্রি—বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আজ ৯ মার্চ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সম্মেলনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। এছাড়া সম্মানিত অতিথি থাকবেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ।

দীর্ঘ ৩০ বছর পর শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন ঘিরে বর্ণিলভাবে সেজেছে পর্যটন শহর। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ—উদ্দীপনা জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেন, সম্মেলন সফল সব প্রস্তুতি শেষ হয়েছে। কক্সবাজারে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় যুবলীগের শীর্ষ নেতারা। কক্সবাজারকে আওয়ামী লীগের দূর্গ হিসেবে গড়ে তুলতে নতুন—পুরাতনদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি হবে।

এদিকে পৌর যুবলীগের সভাপতি—সাধারণ সম্পাদক পদে কারা আসছে তা নিয়ে চলছে নানা জল্পনা—কল্পনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে ছাত্রলীগের সাবেক নেতারা কোমর বেঁধে মাঠে নেমেছেন। মিটিং—মিছিল নিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের নজরে আসার চেষ্টাও চলছে সমানতালে। অনেকেই বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগ নেতাদের ছবিসংবলিত ব্যানার—ফেস্টুন সাটিয়েছেন সর্বত্র।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ছিল হতাশা। অবশেষে সম্মেলনের তারিখ ঘোষণা করায় নড়েচড়ে বসে ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা। সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ২৯ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সভাপতি পদ প্রত্যাশীরা হলেন—শোয়েব ইফতেকার চৌধুরী, ডালিম বড়ুয়া, দিদারুল ইসলাম রুবেল, মুমিনুল হক ও হেলাল উদ্দিন।

তাঁদের মধ্যে বর্তমান কমিটির আহ্বায়ক শোয়েব ইফতেকার চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক ডালিম বড়ুয়াকে এগিয়ে রাখছেন তৃণমূল নেতাকর্মীরা। এছাড়া দিদারুল ইসলাম রুবেলকেও নেতৃত্বে আসার যোগ্য হিসেবে বিবেচনায় রাখছেন তরুণ যুবনেতারা।

সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে শাহেদ মোঃ এমরান, এসএম জসিম উদ্দিন, মোনাফ সিকদার, মারুফ ইবনে হোসাইন, ইসমাইল সাজ্জাদ, ইব্রাহিম আজাদ বাবু ও জমির জামি অন্যতম। তাদের মধ্যে বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক শাহেদ এমরান অভিজ্ঞ মনে করছেন অনেকেই। অপরদিকে তারুণ্যদীপ্ত সাবেক ছাত্রলীগ নেতা এস এম জসিম উদ্দিন, মোনাফ সিকদার, মারুফ ইবনে হোসাইন এবং ইব্রাহিম আজাদ বাবুও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তাঁরা সবাই নানা কর্মসূচিতে মাতিয়ে রেখেছেন রাজপথ।

তবে প্রত্যাশিত নতুন এই কমিটিতে ত্যাগী, পরীক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজের নেতৃত্ব আসবে। যারা পৌর যুবলীগকে ঢেলে সাজানোর পাশাপাশি যেকোন সংকটে রাজপথে অতন্দ্র প্রহরীর ন্যায় অটল থাকবে। এমনটাই প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের।

সারাদেশ-এর আরও খবর