উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারো গুলি করে এক ব্যক্তিকে হত্যা

  বিশেষ প্রতিনিধি    09-06-2023    100
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারো গুলি করে এক ব্যক্তিকে হত্যা

উখিয়ার আশ্রিত রোহিঙ্গা শিবিরে এবার বসত-ঘর ও দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে মনছুর আলম (৩০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৮ জুন) রাত ৮ দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ডাব্লিউ ৮নম্বর ক্যাম্পের ব্লক এ এর সাব ব্লক এ/৪১ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত মনছুর ওই ব্লকের মৃত নাজীর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আট নম্বর ক্যাম্পের ডাব্লিউ’র এ/৪১ ব্লকে ৭/৮ জন সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা বসত ঘর ও দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে মনছুরকে গুলি করে সটকে পড়ে। পরবর্তীকালে এপিবিএন ও পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মনসুরের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে বসতঘর ও দোকানের বিরোধীয় জায়গাকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটে বলে জানা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাদেশ-এর আরও খবর